‘চাপমুক্ত ড্রেসিংরুম’ তত্ত্বেই সাফল্য, সতীর্থদের কৃতিত্ব দিচ্ছেন ধোনি

মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে হায়দরাবাদকে দুই উইকেটে হারিয়ে ধোনি বললেন, ‘‘আইপিএলের শুরু থেকেই আমরা ভাল খেলে আসছি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মে ২০১৮ ০৬:২৩
Share:

মেজাজ: সিএসকে ফাইনালে ওঠার পরে বাসে ধোনিরা। ছবি: টুইটার

এগারোটি আইপিএলের মধ্যে ন’বার খেলার সুযোগ পেয়েছে তাঁর দল। অথচ তার মধ্যেই সপ্তম ফাইনালে জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় আইপিএল জেতার সুযোগ পেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই অধিনায়কের মতে, ড্রেসিংরুমের চাপমুক্ত পরিবেশই তাঁদের সাফল্যের মূল কারণ।

Advertisement

মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে হায়দরাবাদকে দুই উইকেটে হারিয়ে ধোনি বললেন, ‘‘আইপিএলের শুরু থেকেই আমরা ভাল খেলে আসছি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের ড্রেসিংরুমের পরিবেশের জন্য। ক্রিকেটারদের পাশাপাশি সাপোর্ট স্টাফদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হত না।’’ তিনি আরও বলেন, ‘‘ড্রেসিংরুমের পরিবেশ ভাল না থাকলে তার প্রভাব মাঠেই দেখতে পাবেন। ক্রিকেটারদের মানসিকতায় তার প্রভাব পড়ে। কিন্তু আমরা সেই ভুল করিনি। তাই খেলাটাও ওরা ধরে রেখেছে।’’

চেন্নাইকে ফাইনালে পৌঁছে দেওয়ার নেপথ্যে রয়েছে ফ্যাফ ডুপ্লেসির ৪২ বলে অপরাজিত ৬৭ রান। গোটা আইপিএলে সে রকম ভাবে নজর কাড়তে না পারলেও আসল দিনে নিজের সেরাটা উজাড় করে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তাঁর ইনিংসে মুগ্ধ হয়ে ধোনি বলেন, ‘‘অভিজ্ঞতা না থাকলে এ ধরনের ইনিংস খেলা বেশ কঠিন। বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও লক্ষ্যটা পরিষ্কার হওয়া চাই। একই সঙ্গে মানসিকতাটাও সেই ভাবে তৈরি করতে হবে। নিজের ভূমিকাটা বুঝে নেওয়া খুবই জরুরি। এখানেই সবাইকে ছাপিয়ে গিয়েছে ফ্যাফ। অসাধারণ একটি ইনিংস খেলে আমাদের জেতাল।’’

Advertisement

চেন্নাই কোচ স্টিভন ফ্লেমিং আবার জানিয়েছেন যে, স্যাম বিলিংসের চোটের কারণেই তাঁর পরিবর্ত হিসেবে বেছে নেওয়া হয়েছিল ডুপ্লেসিকে। আর সেই সিদ্ধান্তই শাপে বর হয়েছে চেন্নাইয়ের। ফ্লেমিং বলেছেন, ‘‘পঞ্জাবের বিরুদ্ধে ক্যাচ নিতে গিয়ে কোমরে চোট পেয়েছিল বিলিংস। তার পরিবর্ত হিসেবেই ফ্যাফকে বেছে নেওয়া হয়েছে। সেই সুযোগের সদ্ব্যবহার ও যে এ ভাবে করবে আমি ভাবিনি। ওর পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে।’’

ডুপ্লেসির পাশাপাশি লুঙ্গি এনগিডি ও দীপক চাহারকে নিয়েও উচ্ছ্বসিত কোচ। ফ্লেমিং বলছেন, ‘‘আমাদের দুই পেসারের পারফরম্যান্স ভুলে গেলে চলবে না। প্রত্যেক ম্যাচে শুরু থেকেই বিপক্ষকে চাপে রাখছে এনগিডি ও চাহার। এনগিডির পেস ও চাহারের সুইং করানোর দক্ষতা বাকি বোলারদের চাপমুক্ত হয়ে বল করার জায়গা করে দিচ্ছে। তাই কঠিন পরিস্তিতি থেকেও আমরা ম্যাচ বার করে আনছি।’’ হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দেই ড্রেসিং রুমে ফিরে অধিনায়ককে ঘিরে জয়োৎসবে মাতলেন ডোয়েন ব্র্যাভো, হরভজন সিংহরা। তাঁদের নাচের ভিডিয়ো টুইটারেও ছড়িয়ে পড়ে নিমেষে। যেখানে ব্র্যাভোকে সেই পরিচিত ‘চ্যাম্পিয়ন’ গানটির সঙ্গে নাচতে দেখা যায়। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে জিতলেও উন্নতি করার জায়গা খুঁজে বার করে ফেলেছেন ধোনি। বলছেন, ‘‘ওরা ভাল বল করেছে ঠিকই, কিন্তু আমরাও পরপর উইকেট হারিয়ে নিজেদের চাপ সৃষ্টি করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন