বিশ্বকাপের দল কার্যত তৈরি, মত কোহালির

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেও পাকিস্তানের কাছে চূর্ণ হয় কোহালির ভারত। বিশেষ করে ময়নাতদন্তের মুখে পড়েছে ধোনি এবং যুবরাজের ফর্ম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ০৫:৩৯
Share:

প্রস্তুতি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-র আগে অনুশীলনে কোহালি আর জাডেজা। ছবি: এপি।

ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ খেলতে নামার আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে ফেললেন বিরাট কোহালি। ভারত অধিনায়ক বলে দিলেন, ২০১৯ বিশ্বকাপের জন্য মোটামুটি দলের নিউক্লিয়াসটা ঠিক করে ফেলেছেন। তাঁদের বর্তমান এই দলটিকেই মোটামুটি ভাবে ধরে রাখতে চাইছেন।

Advertisement

যার ব্যাখ্যা করতে গিয়ে মনে হতেই পারে যে, মহেন্দ্র সিংহ ধোনিকে ২০১৯ বিশ্বকাপের জন্য কোহালির ছকে রয়েছেন। যুবরাজ সিংহকেও কি এখনই তিনি বসিয়ে দিতে চান? কথাবার্তায় সে রকম ইঙ্গিত নেই। কোহালি বরং ভিভ রিচার্ডসের দেশে এক দিনের সিরিজ খেলতে নামার আগে বলছেন, ‘‘আমাদের দলটা মোটামুটি সেট। অন্তত দশ জন খেলোয়াড় ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারে বলে আমাদের বিশ্বাস রয়েছে। হয়তো এর সঙ্গে কয়েক জন নতুন ক্রিকেটার আমাদের যোগ করতে হবে, যারা বিশেষ বিশেষ পরিবেশে আমাদের দলে শক্তি যোগ করতে পারে।’’

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেও পাকিস্তানের কাছে চূর্ণ হয় কোহালির ভারত। বিশেষ করে ময়নাতদন্তের মুখে পড়েছে ধোনি এবং যুবরাজের ফর্ম। এমনকী, রাহুল দ্রাবিড়ও বলেছেন, এই দু’জনকে নিয়ে সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। অনেকে মনে করছেন, ধোনি ফিট থাকলেও ২০১৯ বিশ্বকাপেও তিনি ম্যাচউইনার থাকবেন, ভাবাটা বিলাসিতা হয়ে যাবে। যুবরাজকে তো এখনই ফিল্ডিংয়ে বেমানান লাগছে। ব্যাট হাতেও পাঁচটি ম্যাচ খেললে একটিতে রান করেন।

Advertisement

দাবি উঠেছে, দিল্লির ঝোড়ো ব্যাটসম্যান ঋষভ পন্থের মতো তরুণকে সুযোগ দেওয়ার। তবে ধোনিকে বসিয়ে ওয়েস্ট ইন্ডিজে তাঁকে খেলানো হবে কি না, যথেষ্ট সন্দেহ থাকছে। এ ব্যাপারে কোহালির দিক থেকে কোনও ইঙ্গিত এ দিন পাওয়া যায়নি। যেমন খোলাখুলি তিনি বলে দিয়েছেন, পাঁচটি ম্যাচেই ওপেন করবেন অজিঙ্ক রাহানে। ভারতীয় দলে কোহালির সহ-অধিনায়ক রাহানে। কিন্তু তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগই পাননি। চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজে আসেননি রোহিত শর্মা। তাই রাহানের জন্য দরজা খুলে যাচ্ছে। ২০১৯ নিয়ে আপনার ভাবনা কী? জিজ্ঢেস করা হলে সাংবাদিক সম্মেলনে কোহালি বলেন, ‘‘আমাদের সব চেয়ে শক্তিশালী দলটা বেছে নিতে হবে। এখনকার গ্রুপটার প্রতি আমাদের খুবই আত্মবিশ্বাস রয়েছে।’’ ২০১৯ বিশ্বকাপের সেরা দল বাছার জন্য তাঁরা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট এবং আইপিএলের দিকেও নজর রাখবেন বলে মন্তব্য করেন কোহালি।'

আরও পড়ুন:

ধোনি-যুবির বিকল্প কিন্তু তৈরি আছে

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হার নিয়ে কথা উঠলে কোহালি বলেন, ‘‘আমাদের দল গোটা টুর্নামেন্টে ভাল খেলেছে। ফাইনালের হার দিয়ে শুধু বিচার করলে চলবে না। ফাইনালে আমরা ভাল খেলিনি ঠিকই কিন্তু ফাইনালে ওঠাটাও খারাপ ফল নয়।’’ আরও বলেন, ‘‘শুধু হার নয়, জেতার দিনেও আমরা পোস্টমর্টেম করি। জিতলেও আমরা দেখার চেষ্টা করি, কোনও কিছু ভুল করলাম কি না। এমন ভাবনায় আমরা আচ্ছন্ন হতে চাই না যে, জিতলাম মানেই সব কিছু ভাল করলাম আর হারলাম মানে সব কিছু খারাপ হয়ে গেল।’’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক বেশি হুড়োহুড়ি ছিল। অনেক বেশি আগ্রহ ছিল। অনেক ভিড় ছিল। সংবাদমাধ্যমের প্রতিনিধিও সংখ্যায় অনেক বেশি ছিল। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজে আসতে হয়েছে অনেক নিরিবিলি পরিবেশে। সেটার সঙ্গে কী ভাবে মানিয়ে নিচ্ছেন? জিজ্ঞেস করা হলে কোহালি বলেন, ‘‘আমরা এই নিস্তব্ধতা বেশ উপভোগ করছি। একটা এত বড় টুর্নামেন্ট খেলার পরে এমন পরিবেশে আসাটা সত্যিই খুব উপকার করছে দলের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন