বড় অঘটন কিদম্বির, দুরন্ত সাইনার ঝড়ে সেরার মুকুট

সোমবার সকালে জিতু রাইয়ের সোনা জেতার পর ব্যাডমিন্টনের দলগত সোনা জিততে কিদম্বি শ্রীকান্ত, সাইনা নেহওয়ালদের তীব্র লড়াইয়ের সামনে পড়তে হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ০৪:২৯
Share:

চ্যাম্পিয়ন: গত বারের চ্যাম্পিয়ন মালয়েশিয়াকে হারিয়ে কমনওয়েলথ গেমসের মিক্সড দলগত বিভাগে প্রথম বার সোনা জেতার পরে ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়দের উৎসব। সোমবার গোল্ড কোস্টে। আছেন সাইনা, সিন্ধুরাও। ছবি: পিটিআই

মিক্সড দলগত বিভাগে সোনা জেতার পর সাইনা নেহওয়াল এ বার চব্বিশ ঘণ্টার বিশ্রাম চাইছেন। সোমবার গোল্ডকোস্টের ব্যাডমিন্টন কোর্টে দাঁড়িয়ে তিনি বলে দিলেন, ‘‘কাল (মঙ্গলবার) একটু বিশ্রাম নেব। তার পর সিঙ্গলস নিয়ে ভাবব।’’

Advertisement

পি ভি সিন্ধু গোড়ালিতে চোট পেয়ে সাময়িকভাবে সরে দাঁড়ানোর পর গত চার দিনে মেয়েদের প্রতিটি সিঙ্গলস ম্যাচ খেলেছেন সাইনা। কমনওয়েলথ গেমসে গত তিনবারের চ্যাম্পিয়ন মালয়েশিয়াকে দলগত বিভাগে হারানোর পর সাইনা বলে দিলেন, ‘‘আমরা মনে হয় দলের অন্যরা কেউ এই জয়ের পর ঘুমোতে পারবে না। এই একটা দলগত পদক আমাকেও দারুণভাবে তৃপ্তি দেয়। এই পদক সব সময়ই আমার কাছে বিশেষ মার্যাদা পায়।’’

সোমবার সকালে জিতু রাইয়ের সোনা জেতার পর ব্যাডমিন্টনের দলগত সোনা জিততে কিদম্বি শ্রীকান্ত, সাইনা নেহওয়ালদের তীব্র লড়াইয়ের সামনে পড়তে হয়। মালয়েশিয়ার কিংবদন্তি তারকা লি চোং উইকে সরাসরি হারিয়ে দেন শ্রীকান্ত। তিন বারের অলিম্পিকের রুপো জয়ী লি হারেন ২১-১৭, ২১-১৪তে। শক্তিশালী লি-র বিরুদ্ধে এটাই ছিল শ্রীকান্তের প্রথম জয়। যে জয় দেখে উচ্ছ্বসিত জাতীয় দলের কোচ পুলেল্লা গোপিচন্দ বলে দেন, ‘‘শ্রীকান্ত বরাবরই চাপের মুখে খেলতে ভালবাসে। জয়ও পায়।’’ আর শ্রীকান্তের মন্তব্য, ‘‘লি হয়তো তাঁর সেরা ফর্মে ছিল না। কিন্তু ওর মতো খেলোয়াড় সব সময়ই ভয়ঙ্কর। আমি তাই সেরাটা দেওয়ার চেষ্টা করে গিয়েছি। ভাবিনি এত সহজে জয় আসবে।’’ লি হেরে যাওয়ার আগে অবশ্য মিক্সড ডাবলসে সাত্বিক রানকিরেড্ডি ও অশ্বিনী পোনাপ্পা জেতেন ২-১ এ। এরপর লড়াই জমে যায় পুরুষদের ডাবলসে রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি হেরে যাওয়ায়। এরকম চাপের মুখে খেলতে নামেন সাইনা। তিনিই সোনা জেতার রাস্তা তৈরি করে দেন ভারতীয় দলকে। সাইনা ২১-১১, ১৯-২১, ২১-৯ জেতেন সোনিয়া চে-র বিরুদ্ধে। জয়ের পর সাইনা বলেন, ‘‘ম্যাচের মাঝে হঠাৎ-ই আমার মনঃসংযোগ হারিয়ে গিয়েছিল। তবুও শেষ পর্যন্ত সোনা জেতার শেষ শটটা আমি নিয়েছি এটাই যা।’’

Advertisement

এক আগে ২০০৬ ও ২০১০ কমনওয়েলথ গেমসে যথাক্রমে ব্রোঞ্জ ও রুপো জিতেছিল ভারতীয় দল। দলগত বিভাগে সোনা জেতার পর বুধবার থেকে সিঙ্গলসের লড়াই শুরু হবে। সেখানেও ভারত বেশ কিছু পদক আশা করছে। সাইনা নামবেন এটা নিশ্চিত। কিন্তু পি ভি সিন্ধু কী নামবেন? চোটের জন্য রিও অলিম্পিক্সের রুপো জয়ী সিন্ধু মিক্সড দলগত বিভাগের লড়াই থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন। ব্যাডমিন্টন কোর্টের বাইরে বসে সতীর্থদের হাততালি দিয়ে এহং চিৎকার করে উদ্বুদ্ধ করেছেন দলের অধিনায়ক সিন্ধু। পুলেল্লা গোপীচন্দ বলে দিয়েছেন, ‘‘সিন্ধু ভাল আছে এবং সিঙ্গলসে খেলবে।’’ পাশাপাশি জাতীয় কোচের মন্তব্য, ‘‘ওর গোড়ালিতে চোট ছিল। কিন্তু সেটা গুরুতর নয়। ও সুস্থ হয়ে উঠেছে এবং নামবে।’’

মঙ্গলবার ভারতীয়দের ইভেন্ট

শুটিং: পুরুষদের ৫০ মিটার রাইফেল প্রোন বাছাই পর্ব। গগন নারং। মেয়েদের ২৫ মিটার পিস্তল বাছাই পর্ব। অনু সিংহ ও হিনা সিধু।

হকি: পুরুষদের বিভাগে ভারত বনাম মালয়েশিয়া, মেয়েদের বিভাগে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (বিকেল ৩টে)

স্কোয়াশ: মেয়েদের ডাবলসে জোৎস্না চিনাপ্পা এবং দীপিকা পাল্লিকল। মিক্সড ডাবলসে দীপিকা পাল্লিকল ও সৌরভ ঘোষালের লড়াই, জোৎস্না চিনাপ্পা এবং হরিন্দর সাধু।

অ্যাথলেটিক্স: ৪০০ মিটার হার্ডলস প্রথম রাউন্ড। হিট। আইয়াসামি ধারুন। মেয়েদের ৪০০ মিটার সেমিফাইনাল। হিমা দাস। পুরুষদের ৪০০ মিটার ফাইনাল। মহম্মদ আনাস ইয়াহিয়া।

টেবল টেনিস: মেয়েদের সিঙ্গলস। বৈষ্ণবী সুতার বনাম কনাডার স্টেফানি চ্যান (সকাল ৯টা)। মেয়েদের সিঙ্গলসে মৈত্রেয়ী সরকার বনাম অস্ট্রেলিয়ার মেলিসা তাপের (দুপুর ১২টা)।

বক্সিং: পুরুষদের ৪৬-৪৯ কেজি, ৯১ কেজি, ৫৬ কেজি এবং ৬৯ কেজি কোয়ার্টারফাইনাল। (সকাল ৯.১৭)

সাঁতার: মেয়েদের ‘এস এইট’ ৫০ মিটার ফ্রিস্টাইল হিট।

লন বল: মেয়েদের সিঙ্গলস, মেয়েদের জুটিতে লড়াই, পুরুষদের সিঙ্গলস ইভেন্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন