রেকর্ডের থেকে এক ধাপ দূরে ডেল স্টেন

২০০৮ সালে পোলক অবসর নেওয়ার পরে দক্ষিণ আফ্রিকার কোনও বোলার এই পর্যায়ে পৌঁছতে পারবেন, তা নিজেই এক সময়ে ভাবতে পারেননি স্টেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ০৪:৩৭
Share:

—ফাইল চিত্র।

টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারির থেকে আর এক ধাপ দূরে রয়েছেন ডেল স্টেন। প্রাক্তন অধিনায়ক শন পোলকের সঙ্গে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। দু’জনেরই ধুলিতে রয়েছে ৪২১ উইকেট। ২০০৮ সালে পোলক অবসর নেওয়ার পরে দক্ষিণ আফ্রিকার কোনও বোলার এই পর্যায়ে পৌঁছতে পারবেন, তা নিজেই এক সময়ে ভাবতে পারেননি স্টেন। তবে বিধ্বংসী পেসারের মত, সর্বোচ্চ উইকেট শিকারির তকমার চেয়ে অনেক বেশি কিছু করার ক্ষমতা রয়েছে তাঁর মধ্যে। মঙ্গলবার সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে স্টেন বলেছেন, ‘‘আমার মধ্যে এখনও অনেক উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। পলি (পোলক)-র চেয়ে একটি উইকেট বেশি নিয়ে আনন্দ তো হবেই কিন্তু পরের উইকেটটি নেওয়ার আগের একই ভাবে তৈরি থাকব। পলির থেকে একটি উইকেট বেশি নেওয়ার জন্য ক্রিকেট খেলছি না। আমার বোলিংয়ে যেন দেশের লাভ হয়। সেটাই বরাবর চেয়ে এসেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement