Dale Styne out of cricket

অস্ত্রোপচার, ছ’মাস মাঠের বাইরে ডেল স্টেইন

এই মরসুমটা হয়ত আর খেলাই হবে না দক্ষিণ আফ্রিকার এই ফার্স্ট বোলারের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেই হাতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ডেল স্টেইন। গত বৃহস্পতিবার কেপ টাউনে তাঁর সেই হাতেই অস্ত্রোপচার করা হল। দলের ম্যানেজার জানিয়েছেন, ‘‘ডেলের হাতের অস্ত্রোপচার সফল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ১৯:১৮
Share:

চোট পাওয়ার পর ডেল স্টেইন।

এই মরসুমটা হয়ত আর খেলাই হবে না দক্ষিণ আফ্রিকার এই ফার্স্ট বোলারের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেই হাতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ডেল স্টেইন। গত বৃহস্পতিবার কেপ টাউনে তাঁর সেই হাতেই অস্ত্রোপচার করা হল। দলের ম্যানেজার জানিয়েছেন, ‘‘ডেলের হাতের অস্ত্রোপচার সফল হয়েছে। ডান হাত যেখানে ভেঙেছিল সেটি স্ক্রু দিয়ে জোড়া লাগানো হয়েছে।’’ এর মাঠে নামতে যে স্টেইনের ছ’মাস লাগবে সেটাও মেনে নিয়েছেন তিনি। বলেন, ‘‘আমরা মনে করছি সুস্থ হয়ে ফিরতে ওর ছ’মাস লেগে যাবে। যে কোনো চোটকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত সেরে ওঠার জন্য। ও খেলতে নামার আগে নিশ্চিত করতে হবে ওর আর কোনও সমস্যা নেই। ’’

Advertisement

আপাতত পুরোপুরি বিশ্রাম। ভাঙা জায়গা জোড়া লেগে যাওয়ার পর স্টেইন আবার অনুশীলন শুরু করতে পারবে। যেটা হতে কয়েক সপ্তাহ সম। লাগবে বলেই মনে করছেন ডাক্তাররা। স্টেইনের আবার দলে ফিরে সাফল্য পাওয়ার বিষয়ে নিশ্চিত দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। দলের ম্যানেজার মোসাজি বলেন, ‘‘সংবাদ মাধ্যমে ডেলের ভবিষ্যত নিয়ে যে সংশয় প্রকাশ করা হচ্ছে সেটা সঠিক নয়। আমরা ওর ক্রিকেটে ফেরার ব্যাপারে নিশ্চিত। ওকে সেরা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে আমাদের ফিজিও ব্রেন্ডন জ্যাকসন ও ক্রিকেট সাউথ আফ্রিকার মেডিক্যাল কমিটি সারাক্ষণ নজর রাখছে। আর ওর ফিট হয়ে ফেরার জন্য যা করার তাই করা হবে।’’

আরও খবর

Advertisement

প্রথম দু’দিনের জঘন্য ফিল্ডিংকেই দায়ী করছেন ক্যাপ্টেন বিরাট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement