বিশ্বকাপের লক্ষ্যে প্রস্তুতি ওয়ার্নারের

ওয়ার্নারের বয়স এখন ৩১। দক্ষিণ আফ্রিকায় বল-বিকৃতি কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে এক বছরের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নির্বাসিত করেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ০৪:৩৩
Share:

লড়াকু: এখন বেসরকারি ম্যাচ খেলেই নিজেকে তৈরি করছেন ডেভিড ওয়ার্নার। শনিবার খেললেন ডারউইনে। করলেন ৩৬ রান। ছবি: গেটি ইমেজেস।

অস্ট্রেলিয়ার নির্বাসিত ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার জানালেন, ক্রিকেটের মূলস্রোতে ফিরে আগামী বছর বিশ্বকাপে খেলাই তাঁর প্রধান লক্ষ্য। শনিবার ডারউইনের স্থানীয় ক্রিকেটে নর্দান টেরিটোরি লিগে ব্যাট করতে নেমে তিনি ৩২ বলে করলেন ৩৬ রান।

Advertisement

ওয়ার্নারের বয়স এখন ৩১। দক্ষিণ আফ্রিকায় বল-বিকৃতি কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে এক বছরের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নির্বাসিত করেছে। তবে নর্দান টেরিটোরি স্ট্রাইক লিগের মতো বেসরকারি আসরে তাঁর খেলায় কোনও বাধা নেই। সেখানে তিনি খেলছেন সিটি সাইক্লোন ক্লাবের হয়ে। দলকে জিতিয়ে শনিবার ওয়ার্নার বলেছেন, ‘‘চিরকালই দেখেছি তরতাজা হয়ে ক্রিকেটটা খেললে আমি ভালই খেলি। গত ১২ মাসে আমার পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন দেশের হয়ে প্রায় সব ম্যাচেই খেলেছি। কোনও বিশ্রামই পাইনি।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘দক্ষিণ আফ্রিকায় টেস্টে টানা পাঁচদিন খেলা ছাড়াও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে দেশকে নেতৃত্ব দিয়েছি। অধিনায়ক ছিলাম নিউজিল্যান্ডেও। সেই সময়টায় দলের অনেকেই কিন্তু বিশ্রাম নিয়েছে।’’

ওয়ার্নার মনে করেন, বিশ্রাম নিয়ে খেলতে পারলে তাঁর খেলা আরও ভালই হয়। আশা করছেন, নির্বাসনের সৌজন্যে পাওয়া বিশ্রামে বিশ্বকাপেও নিজের খেলাকে উন্নত করতে পারবেন। তাঁর ধারণা, আগামী বছরের মে থেকে জুলাই মাসে বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচে তিনি খেলার সুযোগ পাবেন। বলেছেন, ‘‘বিশ্বকাপের আগে আমাদের হাতে যথেষ্ট প্রস্তুতি ম্যাচ থাকবে। আইপিএল-ও আমি খেলব। মুখোমুখি হব বিশ্ব সেরাদেরও। এ সবই আশা করছি আমার ভাল প্রস্তুতি হয়ে যাবে।’’

Advertisement

ওয়ার্নার পরিষ্কার জানিয়েছেন, নির্বাসন শেষ হলে আরও বেশ কিছু দিন তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে চান। বলেছেন, ‘‘আমার নিজের মধ্যে এখনও যথেষ্ট জ্বালানি মজুত আছে। আগামী আট মাসে নিজেকে আরও ভাল মানুষ এবং উন্নত ক্রিকেটার করে তুলতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন