দেবিকা, স্যমন্তকের দ্বিমুকুট

ডলি সেন স্মৃতি টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে দেবিকা সাউয়ের দ্বিমুকুট। মেয়েদের সিঙ্গলস ছাড়া দেবিকা জয়ী ইয়ুথ গার্লস বিভাগে। সাবজুনিয়র ও ক্যাডেট বিভাগে জিতে দ্বিমুকুট স্যমন্তক কুমার দাসেরও। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন সুমিত দাস। বালিকাদের সেরা নেহা সাধুখাঁ, বালকদের বিভাগে চ্যাম্পিয়ন বিমান পাত্র।

Advertisement
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০৩:২১
Share:

ডলি সেন স্মৃতি টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে দেবিকা সাউয়ের দ্বিমুকুট। মেয়েদের সিঙ্গলস ছাড়া দেবিকা জয়ী ইয়ুথ গার্লস বিভাগে। সাবজুনিয়র ও ক্যাডেট বিভাগে জিতে দ্বিমুকুট স্যমন্তক কুমার দাসেরও। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন সুমিত দাস। বালিকাদের সেরা নেহা সাধুখাঁ, বালকদের বিভাগে চ্যাম্পিয়ন বিমান পাত্র। এ ছাড়া বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন দিব্যা ধারা, সমৃতা খান, পারিজাত দুয়ারি, অভিলাশা গুহ ও টিএ আনসারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement