Archery World Cup

তীর ছোড়ায় বিশ্বসেরা হওয়া থেকে এক ধাপ দূরে ভারতের মেয়েরা

মিক্সডে দীপিকা এবং তাঁর স্বামী অতনু দাস পদকের লড়াইয়ে রয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ২০:০৮
Share:

ছবি: পিটিআই

বিশ্বকাপের ফাইনালে উঠলেন ভারতের ৩ মহিলা তীরন্দাজ দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কমলিকা বারি। স্প্যানিশ দলকে ৬-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন তাঁরা। গুয়াতেমালায় আয়োজিত হয় এ বারের তিরন্দাজির বিশ্বকাপ। রবিবার সেখানে ফাইনালে কী সেই দিকেই তাকিয়ে ভারতীয় সমর্থকরা।

Advertisement

ছেলেদের দল যদিও কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন। স্প্যানিশ দলের কাছেই হারতে হয়েছে তাঁদের। মিক্সডে যদিও দীপিকা এবং তাঁর স্বামী অতনু দাস পদকের লড়াইয়ে রয়েছেন। ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছেন তাঁরা। এঁরা দু’জনেই একক বিভাগেও পদকের লড়াইয়ে রয়েছেন।

ভারতের সামনে এ বারের বিশ্বকাপ থেকে বেশ কিছু পদক পাওয়া নিশ্চিত। দীপিকা এবং অতনুর হাত ধরেই মূলত এই সাফল্য ভারতের সামনে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন