চেন্নাইকে হারিয়ে শীর্ষে দিল্লি

টানা তিন ম্যাচ জিতে আইএসএল লিগ টেবল ওলটপালট করে দিল দিল্লি ডায়নামোস। বুধবার মাতেরাজ্জির চেন্নাইয়ানকে হারিয়ে একে উঠে এল জামব্রোতার টিম। ঘরের মাঠে মালুদারা চেন্নাইকে দুমড়ে মুচড়ে দেন ৪-১ গোলে জিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ০৪:০০
Share:

টানা তিন ম্যাচ জিতে আইএসএল লিগ টেবল ওলটপালট করে দিল দিল্লি ডায়নামোস। বুধবার মাতেরাজ্জির চেন্নাইয়ানকে হারিয়ে একে উঠে এল জামব্রোতার টিম। ঘরের মাঠে মালুদারা চেন্নাইকে দুমড়ে মুচড়ে দেন ৪-১ গোলে জিতে। গত বারের চ্যাম্পিয়ানরা এ দিন হতাশই করলেন। ম্যাচের শুরুতেই গাডজের গোল। এর পর মালুদা। ২-০ করেন। চেন্নাইয়ের মেন্ডি অবশ্য বিরতির আগেই ব্যবধান কমান। কিন্তু দ্বিতীয়ার্ধে কেইন লুইস এবং মালুদার দ্বিতীয় গোলে ৪-১ এগিয়ে যায় দিল্লি। যে ব্যবধান কমাতে পারেনি চেন্নাই। এ দিনের ম্যাচ হেরে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল মাতেরাজ্জির টিম। আটলেটিকো দে কলকাতা আবার দিল্লির বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে যাবে। শেষ ম্যাচে আন্তোনিও হাবাসের টিমের কাছে হেরেছে কলকাতা। সেখানে দিল্লি জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে। দিল্লিতে গিয়ে জামব্রোতার টিমকে আটকে দেওয়াটা কিন্তু খুব সহজ হবে না মলিনার ছেলেদের পক্ষে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement