ইস্টবেঙ্গল কোচের দৌড়ে ঢুকে পড়লেন ডেরিকও

সুভাষ ভৌমিক, ট্রেভর জেমস মর্গ্যান, সন্তোষ কাশ্যপ ছিলেনই দৌড়ে। শুক্রবার থেকে ইস্টবেঙ্গল কোচ হওয়ার সেই দৌড়ে ঢুকে পড়লেন সদ্যসমাপ্ত মরসুমে সালগাওকর কোচ ডেরিক পেরিরাও। সূত্রের খবর, ইতিমধ্যে লাল-হলুদের তরফে বাজিয়ে দেখা হয়েছে ডেরিককে। যদিও ইস্টবেঙ্গল কর্তারা এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০৩:১৯
Share:

সুভাষ ভৌমিক, ট্রেভর জেমস মর্গ্যান, সন্তোষ কাশ্যপ ছিলেনই দৌড়ে। শুক্রবার থেকে ইস্টবেঙ্গল কোচ হওয়ার সেই দৌড়ে ঢুকে পড়লেন সদ্যসমাপ্ত মরসুমে সালগাওকর কোচ ডেরিক পেরিরাও।

Advertisement

সূত্রের খবর, ইতিমধ্যে লাল-হলুদের তরফে বাজিয়ে দেখা হয়েছে ডেরিককে। যদিও ইস্টবেঙ্গল কর্তারা এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন।

আই লিগ শেষ হওয়ার পর এখন গোয়ার বাড়িতে ছুটি কাটাচ্ছেন ডেরিক। এ দিন সেখান থেকেই তিনি ফোনে তিনি আনন্দবাজারের কাছে স্বীকার করলেন, ‘‘দীর্ঘদিনের ইচ্ছে কলকাতায় গিয়ে কোচিং করানোর। এ বার সব কিছু ঠিকঠাক চললে সেই ইচ্ছে পূরণ হতে পারে। ইতিমধ্যেই কলকাতার একটা বড় দলের সঙ্গে আমার প্রাথমিক কথাবার্তা হয়েছে।’’

Advertisement

ইস্টবেঙ্গল সূত্রে খবর, মর্গ্যানের সঙ্গে একপ্রস্ত কথা হওয়ার পরেও কর্তাদের একটা অংশের অভিমত, ব্রিটিশ কোচ আইএসএলে ব্যস্ত থাকায় প্রাক-মরসুম প্রস্তুতি শিবিরে হয়তো ঠিক মতো সময় দিতে পারবেন না। ফলে পরের আই লিগে টিমকে ফের ভুগতে হতে পারে। আর কলকাতার কোচেদের মধ্যে কারও কোচিং লাইসেন্সিং নিয়ে জটিলতা রয়েছে, কারও বা ম্যান ম্যানেজমেন্টে সমস্যা। এই পরিস্থিতিতে সুভদ্র হিসেবে পরিচিত ডেরিককে কোচ করার জন্য ক্লাবের একটা গরিষ্ঠ অংশের প্রচ্ছন্ন ইচ্ছা রয়েছে।

চলতি মরসুমে লাল-হলুদ কর্তাদের পরিকল্পনা স্থানীয় ছেলেদের বেশি করে দলে সুযোগ দেওয়া। এ দিন সেই সূত্র মেনে গত মরসুমে ঘরোয়া লিগে চমৎকার পারফর্ম করা জগন্নাথ সানা, বাবু মণ্ডল এবং অভিনব বাগকে সই করাল ইস্টবেঙ্গল। এর মধ্যে অভিনবকে গত আইএসএলে মর্গ্যানের কেরল ব্লাস্টার্সের জার্সি গায়ে খেলতে দেখা গিয়েছে।

এরই মাঝে লাল-হলুদ শিবিরের জন্য সুখবর। ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হল, সদ্যসমাপ্ত আই লিগে সেরা ম্যাচ আয়োজকের পুরস্কার মুম্বই এফসি-র সঙ্গে যুগ্ম ভাবে পাচ্ছে ইস্টবেঙ্গল। এ বারই শ্রেষ্ঠ ম্যাচ আয়োজকের পুরস্কার চালু করেছিল এআইএফএফ। সেই পুরস্কারমূল্যের পাঁচ লক্ষ টাকা মুম্বই ও ইস্টবেঙ্গলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। যে স্বীকৃতি পাওয়ার পর ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার বললেন, ‘‘আমাদের অত্যন্ত কঠিন সময়ের মধ্যে এই স্বীকৃতি এগিয়ে চলার রসদ জোগাবে।’’

আটলেটিকোয় হিউম: প্রথম বিদেশি ফুটবলার হিসাবে কেরল ব্লাস্টার্সে খেলা ইয়ান হিউমকে সই করাল আটলেটিকো দে কলকাতা। আইএসএলের প্রথম মরসুমে অন্যতম সেরা ফুটবলার ছিলেন হিউম। পাঁচ গোল করেছিলেন। যুবভারতীতে কলকাতার বিরুদ্ধেও গোল আছে তাঁর। ‘‘হিউমের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ওর শেষ বছরের পারফরম্যান্স খুব ভাল,’’ বলছেন আটলেটিকো কোচ আন্তোনিও হাবাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন