Sports News

‘শেষ টেস্টে ধোনি আমাকে ক্যাপ্টেন্সি করতে বলেছিল’

বছরটা ২০০৮। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে খেলতে নেমেছিল ভারত। যে ম্যাচ ১৭২ রানে জিতে নিয়েছিল ভারতীয় দল। ফিল্ডিংয়ের সময় দায়িত্ব নিয়েই বোলিং পরিবর্তন ও ফিল্ডিং সাজানোর দায়িত্ব পালন করেছিলেন সৌরভ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫৮
Share:

আইপিএল-এর পুরনো অ্যালবাম থেকে সৌরভ ও ধোনি। ছবি: বিসিসিআই।

শেষ ম্যাচে সৌরভকে অধিনায়কত্ব করতে বলেছিলেন ধোনি। সৌরভের জীবনীতে এমনই তথ্য উঠে এসেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের শেষ টেস্ট ম্যাচই ছিল তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ম্যাচ। তখন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু সৌরভের শেষ ম্যাচে তাঁর হাতেই দলের দায়িত্ব তুলে দিতে চেয়েছিলেন তৎকালীন অধিনায়ক। শুরুতে রাজি হননি সৌরভ। কিন্তু ধোনির জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজিত হন তিনি। কিন্তু বেশিক্ষণ সেই দায়িত্ব নিয়ে খেলতে পারেননি।

Advertisement

বছরটা ২০০৮। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে খেলতে নেমেছিল ভারত। যে ম্যাচ ১৭২ রানে জিতে নিয়েছিল ভারতীয় দল। ফিল্ডিংয়ের সময় দায়িত্ব নিয়েই বোলিং পরিবর্তন ও ফিল্ডিং সাজানোর দায়িত্ব পালন করেছিলেন সৌরভ। অটোবায়োগ্রাফিতে সৌরভ বলেছেন, ‘‘একই দিনে আমার অধিনায়ক হিসেবে কেরিয়ার শুরু হয়েছিল ঠিক আট বছর আগে। অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের শেষ পর্যন্ত বোলিং পরিবর্তন আর ফিল্ডি সাজানো করেছি। কিন্তু মনোনিবেশ করতে পারছিলাম না। তিন ওভার পর আমি সেটা ধোনিকে ফিরিয়ে দিয়েছিলাম এটা বলে, যে এটা তোমার কাজ। আর দু’জনেই হেসে ফেলেছিলাম।’’

সৌরভ এটাও মেনে নিয়েছেন, সেই ম্যাচে সেঞ্চুরি না করতে পারার একটা হতাশা তাঁর রয়ে গিয়েছে। ৮৫ রানে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে রানই করতে পারেননি। কিন্তু তাঁর বিদায়ী টেস্ট জিতে নিয়েছিল ভারত, এটাই সৌরভের কাছে আনন্দের। সৌরভ বলেন, ‘‘আমার শেষ ইনিংসে বাজে শট খেলে আউট হয়েছিলাম কোনও রান না করে। খারাপ শট ছিল। কিন্তু সেঞ্চুরি না করতে পারাটা হতাশ করে এখনও।’’

Advertisement

আরও পড়ুন
কী ভাবে বল করতে হবে, কুলদীপকে বলে দেন ধোনি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন