পুণের অধিনায়ক হলেন ধোনি

আইপিএল দল পুণের অধিনায়ক হলেন মহেন্দ্র সিংহ ধোনি। সোমবার ধোনির নাম ঘোষণা করেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৬ ১৫:০৫
Share:

আইপিএল দল পুণের অধিনায়ক হলেন মহেন্দ্র সিংহ ধোনি। সোমবার ধোনির নাম ঘোষণা করেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কা। তিনি বলেন, “পুণের অধিনায়ককে অভিনন্দন। দেশের হয়ে যে ভাবে তিনি নেতৃত্ব দিয়ে এসেছেন, আমার দৃঢ় বিশ্বাস পুণেকেও সেই ভাবেই নেতৃত্ব দেবেন।”

Advertisement

একটা মরসুমের জন্য ধোনিকে কেন বাছলেন তিনি? এ প্রসঙ্গে সঞ্জীববাবু বলেন, “২০১৬-র দিকেই আমাদের লক্ষ্য। পাশাপাশি দল গঠনও। সে কারণেই ধোনিকে নেওয়ার সিদ্ধান্ত।”

দলে ধোনির নেতৃত্বে খেলবেন স্টিভ স্মিথ, ডুপ্লেসি, অজিঙ্ক রাহানেরা।

Advertisement

সিএসকে-র মাইক হাসি কি দলে আসছেন?

গোয়েন্‌কার স্পষ্ট জবাব, এটা সিএসকে নয়। আর সিএসকে-তে খেললে এখানে আসবে এর কোন যুক্তি নেই।

আরও পড়ুন...

ধোনি-অশ্বিন পুনেতেই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement