ঢাকার ডায়েরি

দু’টো বছর। দু’টো বছর ভারতীয় দলের জার্সিতে কোথাও তাঁকে দেখা যায়নি। না টেস্ট, না ওয়ান ডে, না টি টোয়েন্টি। এই সময়ের মধ্যে ভারত সব মিলিটে ৮৮টা ম্যাচ খেলেছে। কিন্তু কোথাও তো ছিলেন না হরভজন সিংহ। বহু দিন পর বাংলাদেশের বিরুদ্ধে ফতুল্লায় শনিবার নেমে পড়তে দেখা গেল সেই পরিচিত ভাজ্জিকে।

Advertisement

রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ১৩:১৮
Share:

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হলেন তামিম। ছবি: এএফপি।

সিংহের প্রত্যাবর্তন

Advertisement

দু’টো বছর। দু’টো বছর ভারতীয় দলের জার্সিতে কোথাও তাঁকে দেখা যায়নি। না টেস্ট, না ওয়ান ডে, না টি টোয়েন্টি। এই সময়ের মধ্যে ভারত সব মিলিটে ৮৮টা ম্যাচ খেলেছে। কিন্তু কোথাও তো ছিলেন না হরভজন সিংহ। বহু দিন পর বাংলাদেশের বিরুদ্ধে ফতুল্লায় শনিবার নেমে পড়তে দেখা গেল সেই পরিচিত ভাজ্জিকে। আবার সেই চেনা অ্যাকশন, সেই পিচে হিট করিয়ে ব্যাটসম্যানকে বিপদে ফেলা। এবং প্রত্যাবর্তনের প্রথমেই উইকেট পেলেন হরভজন সিংহ। সাম্প্রতিকে বাংলা ব্যাটিংয়ের সেরা অস্ত্র মোমিনুল হককে তুলে নিয়ে।

Advertisement

জামদানির খোঁজে

টিম হোটেলের একটা ছবি। যেখানে পাশাপাশি দাঁড়িয়ে বিরাট কোহলি আর হরভজন সিংহ। মন দিয়ে কিছু একটা দেখছেন। খোঁজ নিয়ে জানা গেল, ওটা নাকি ঢাকাই জামদানির ক্যাটালগ। বিরাট ওটা কার জন্য দেখছিলেন নিশ্চিত করে বলা না সম্ভব হলেও আন্দাজ বোধহয় করা যায়। অনুষ্কা শর্মা শাড়ি পরতে পছন্দ করেন না, এমন খবর তো নেই!

উড়ছে ছাতা, আসছে ঝড়

ফতুল্লা টেস্টের চতুর্থ দিনের কথা হচ্ছে। এত দিন ধরে টেস্টকে ভোগাচ্ছিল বৃষ্টি, এ দিন আবার উপস্থিত হল ঝড়। হাওয়ার চোটে চতুর্থ দিনের লাঞ্চটাইমকে এগিয়ে আনতে হল। স্টেডিয়ামের শামিয়ানা ভেঙে, চেয়ার উল্টিয়ে, বড় বড় ছাতাকে কাগজের ঠোঙার মতো উড়িয়ে আগমন আর পাঁচ মিনিটের মধ্যে মাঠে আবার তুমুল বৃষ্টি। সত্যি, টেস্টের মতো একটা টেস্ট হচ্ছে বটে!

সেরা তামিম

বাংলাদেশে টেস্ট ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। এত দিন পর্যন্ত টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল হাবিবুল বাশারের। যাঁর ৩০২৬ রান এ দিন টপকে গেলেন তামিম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement