অ্যান্ডি মারেকে হারিয়ে ২০১৬ ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। ম্যাচের ফল ৩-৬, ৬-১, ৬-২, ৬-৪। প্রথম সেট হেরে গেলেও দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়়ান নোভাক। শুরুটা মারের হলেও শেষটা ও ম্যাচের বাকি সময়টা নিজের দখলেই রাখলেন জকার। এই জয়ের সঙ্গেই জীবনের সব গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায় ঢুকে পড়লেন তিনি। তিনিই অষ্টম প্লেয়ার যিনি জিতে নিলেন সব কটা গ্র্যান্ডস্লাম। এই প্রথম ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ট্রফি এল জকোভিচের দখলে। শেষে মারের একটা আন ফোর্স এরোরেই শেষ হয়ে গেল ম্যাচ।
ম্যাচ শেষে নোভাক বলেন, ‘‘এটা আমার জীবনের বিশেষ মুহূর্ত। আমার টেনিস জীবনের সব থেকে বড়় প্রাপ্তি। ১০দিনের বৃষ্টির পর আজই সূর্য উঠেছিল। আর এটা দেখে ভাল লাগছিল অনেক সমর্থক এসেছিল। আমার মধ্যে আজ এমন একটা অনুভূতি হচ্ছিল যেটা অতীতে কখনও রোলা গাঁরোয় হয়নি। মানুষের ভালবাসা অনুভব করছিলাম। কোর্টে নেমে মানুষের মন জিতে নিয়েছিলাম। যেটা আমাকে জয়ের দিকে নিয়ে গিয়েছিল।’’
হেরে গেলেও নোভাক জকোভিচকে শুভেচ্ছা জানাতে ভোলেননি অ্যান্ডি মারে। তিনি বলেন, ‘‘নোভাককে শুভেচ্ছা। এটা তোমার প্রাপ্য। দারুণ খেলেছ। আজ নোভাকের দিন ছিল। ওর শেষ ১২ মাস অসাধারণ। এর মধ্যে সব গ্র্যান্ডস্লাম ও জিতে নিয়েছে। যেটা অসাধারণ। আমি হেরে গেছি ঠিকই কিন্তু এই ম্যাচ খেলতে পেরে গর্বিত।’’
আরও খবর
পারলেন না সেরেনা, ফরাসি ওপেন মুগুরুজার