Kerala beat Goa

জোড়া লাল কার্ড, উত্তেজনা, আইএসএল-এর উত্তেজক ম্যাচ খেলল কেরল-গোয়া

শুরুটা করেছিল গোয়া। কিন্তু শেষ হাসি হেসে গেল কেরল। ঘটনা বহুল ম্যাচে মঙ্গলবার কী ছিল না? জোড়া লাল কার্ড, অতিরিক্ত সময়ের গোলে জয়। তর্কাতর্কি থেকে হাতাহাতি সবই ছিল। ছিল ফুটবলও। তার মধ্যেই জিতে চারে উঠে এল কেরালা ব্লাস্টার্স।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ১৪:৫৮
Share:

ম্যাচের শেষ মুহূর্তে বিনিথের জয়ের গোল। ছবি: সংগৃহিত।

কেরল ২ (বেলফোর্ট, বিনিথ)

Advertisement

গোয়া ১ (কোয়েলহো)

শুরুটা করেছিল গোয়া। কিন্তু শেষ হাসি হেসে গেল কেরল। ঘটনা বহুল ম্যাচে মঙ্গলবার কী ছিল না? জোড়া লাল কার্ড, অতিরিক্ত সময়ের গোলে জয়। তর্কাতর্কি থেকে হাতাহাতি সবই ছিল। ছিল ফুটবলও। তার মধ্যেই জিতে চারে উঠে এল কেরালা ব্লাস্টার্স। গোয়া থেকে গেল সেই শেষে। চ্যাম্পিয়নের লক্ষ্যে জিকোর যে বার্তা ছিল ২০ পয়েন্ট সেটাও হয়ত অধরা থেকে যাবে গোয়ার দলের।

Advertisement

ম্যাচ শুরুর ন’মিনিটের মধ্যেই গোল করে রাফায়েল কোয়েলহো লুইজের গোলে এগিয়ে গিয়েছিল এফসি গোয়া। ম্যাচের প্রথমার্ধও শেষ হয় ১-০ গোলেই। দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপাতে শুরু করে কেরালা ব্লাস্টার্স। যার ফল দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় কেরল। লাল কার্ড দেখেন গ্রেগরি আর্নলিন। যদিও এটা হলুদ কার্ড হলেও কিছু বলার ছিল না। ছামেলার শুরু সেখান থেকেই। পেনাল্টি থেকে গোল করে কেরলকে সমতায় ফেরান বেলফোর্ট। এর পরই আবার গোলের মুখ প্রায় খুলেই ফেলেছিলেন রফিক। বাঁচিয়ে দেন কাট্টিমনী।

এর পর আবার ঝামেলার শুরু গোয়ার দ্বিতীয় লাল কার্ডের পর। যখন জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্বোসা ফেলিসবিনো। ৮১ মিনিটে ন’জনে হয়ে যায় গোয়া। ঝামেলা বড় আঁকাড় নয় এর পরের আরও একটি ঘটনায়। ন’মিনিট অতিরিক্ত সময় দেয় রেফারি। আর ঠিক ৯৯ মিনিটেই জয়ের গোল করে যান সিকে বিনিথ। দুটো লাল কার্ড ছাড়াও পুরো ম্যাচে মোট আটটি হলুদ কার্ড দেখেন দুই দলের ফুটবলাররা।

আরও খবর

হাঁটুর চোটে আইএসএল মরসুম শেষ ধনাচন্দ্রা সিংহর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন