ম্যাচ ড্র করে মোরিনহো বলছেন হেরে গেলাম

প্রিমিয়ার লিগ জিতেছেন। ঝুড়ি ঝুড়ি এফএ কাপও আছে ট্রফি ক্যাবিনেটে। কুড়ি বছরের উপর কোচিং করিয়ে প্রিমিয়ার লিগে এক হাজারেরও বেশি পয়েন্ট পেয়েছেন। শুধু একটা জিনিসই অধরা থেকে গিয়েছে— জোসে মোরিনহোকে প্রতিযোগিতামূলক ম্যাচে হারানো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০৩:১৫
Share:

দুই কোচ। হাত মেলালেন, চোখ মেলালেন না। ছবি: রয়টার্স।

প্রিমিয়ার লিগ জিতেছেন। ঝুড়ি ঝুড়ি এফএ কাপও আছে ট্রফি ক্যাবিনেটে। কুড়ি বছরের উপর কোচিং করিয়ে প্রিমিয়ার লিগে এক হাজারেরও বেশি পয়েন্ট পেয়েছেন। শুধু একটা জিনিসই অধরা থেকে গিয়েছে— জোসে মোরিনহোকে প্রতিযোগিতামূলক ম্যাচে হারানো। শনিবারও আর্সেন ওয়েঙ্গারের ভাগ্য ফিরল না।

Advertisement

ওল্ড ট্র্যাফোর্ড মহারণে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম আর্সেনাল ম্যাচ ১-১ শেষ হল। প্রিমিয়ার লিগে মোরিনহোর বিরুদ্ধে এখনও প্রথম জয় খুঁজছেন ওয়েঙ্গার।

ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেই ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায়। মোরিনহো বনাম ওয়েঙ্গার মানে শুধু ম্যাচ নয়, একে অপরকে টেক্কা দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। যে প্রতিদ্বন্দ্বিতার পরিসংখ্যানে ওয়েঙ্গারের জয়ের সংখ্যা এখনও শূন্য।

Advertisement

শুক্রবার ফরাসি কোচকে কটাক্ষ করে মোরিনহো বলেছিলেন, ‘‘আমি শেষ প্রিমিয়ার লিগ মাত্র আঠারো মাস আগে জিতেছিলাম। আঠারো বছর নয়। তাও আমাকে কেউ শ্রদ্ধা করে না।’’ দু’জনের মধ্যে ঠান্ডা লড়াইটা এতটাই যে, ম্যাচ শুরুর আগে দু’জনে হাত মেলালেও একে অন্যের দিকে তাকাননি।

শুরু থেকেই ঘরের মাঠে খেলার ফায়দা তোলে ইউনাইটেড। রুনিকে রিজার্ভে রেখে অ্যান্টনি মার্শালকে প্রথম দলে রাখেন মোরিনহো। ফলও পান। অনেক বেশি গতি নিয়ে খেলতে থাকে রেড ডেভিলরা। সুযোগের পর সুযোগ তৈরি করে। কিন্তু স্কোর গোলশূন্য থাকে।

বিরতির পরেও আক্রমণের ঝাঁঝ কমেনি। বরং আর্সেনালকে দেখে মনে হচ্ছিল ক্লান্ত হয়ে পড়া একটা দল। যাঁরা ইউনাইটেডের গতির বিরুদ্ধে মানিয়ে নিতে পারছে না। দ্বিতীয়ার্ধের মাঝপথে গোল পায় ইউনাইটেড। সৌজন্যে খুয়ান মাতার বুদ্ধিদীপ্ত ফিনিশিং। সুন্দর টাচে পের চেক-কে পরাস্ত করেন ইউনাইটেডের স্প্যানিশ প্লেমেকার।

জবাবে বেঞ্চ থেকে অলিভিয়ার জিরুঁকে নামান ওয়েঙ্গার। ম্যাচের শেষলগ্নে যাঁর হেড হারের থেকে বাঁচায় ওয়েঙ্গারকে। লিগ টেবলের চতুর্থ স্থানে থাকল গানার্সরা।

ম্যাচের শেষে আবার রেফারিংকে ঘুরিয়ে কটাক্ষ করেন দ্য স্পেশ্যাল ওয়ান। প্রথমার্ধে অ্যান্টোনিও ভ্যালেন্সিয়ার উপর মনরিয়ালের খারাপ ট্যাকলের পরেও পেনাল্টি দেননি রেফারি। পেনাল্টি ছিল কিনা সেই প্রশ্নে মোরিনহো বলছেন, ‘‘পেনাল্টি না দেওয়াটা ঠিক কী ভুল, সেটা নিয়ে কিছু বলতে চাই না। আমি জানি, কারণ পরিষ্কার দেখেছি ঘটনাটা। কিন্তু কিছু বলব না।’’

দুই দলের মধ্যে জেতার ফুটবলটা খেলল ইউনাইটেড। তবুও শেষমেশ ড্র হল ম্যাচ। এক পয়েন্ট পেয়ে আবার ব্যর্থতাই জুটল মোরিনহোর কপালে। সপ্তাহ শেষে যাঁর দল হয়তো আরও পিছিয়ে যেতে পারে খেতাবের দৌড় থেকে। মোরিনহো বলছেন, ‘‘কী আর বলব। প্রিমিয়ার লিগে আমরাই সবচেয়ে বেশি দুর্ভাগ্যের শিকার হয়েছি।’’

ম্যাচ ড্র করেছেন। ওয়েঙ্গারের বিরুদ্ধে রেকর্ড অক্ষুণ্ণ রেখেছেন। তাতেও এই ড্র-কে হার হিসেবেই দেখছেন মোরিনহো। যাঁর মতে, ‘‘এই ম্যাচ আমার কাছে হারের থেকে কম কিছু নয়। আজ আমি হারলাম। আর্সেনালের বিরুদ্ধে অবশেষে হারলাম।’’ পাশাপাশি আবার ওল্ড ট্র্যাফোর্ডে নিজের অপয়া প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচের শেষে এক পয়েন্ট ছিনিয়ে তৃপ্ত ওয়েঙ্গার। আর্সেনালের ফরাসি কোচ বলছেন, ‘‘আগের বছর এ রকম পরিস্থিতি হলে আমরা হেরে যেতাম। এ বার দলের মানসিক শক্তির প্রশংসা করতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন