রক্ষণ ও চামোরো উদ্বেগ বাড়াচ্ছে সবুজ-মেরুনের

কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে ০-৩ হারের পরেই ময়নাতদন্তে বসেছিলেন ভিকুনা। ডুরান্ড কাপে মহমেডানকে হারিয়ে দুর্দান্ত শুরু করা দল দ্বিতীয় ম্যাচেই কেন মুখ থুবড়ে পড়ল?

Advertisement

শুভজিৎ মজুমদার

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৯ ০৩:২৮
Share:

মহড়া: ডুরান্ড কাপে এ বার এটিকে-কাঁটা। অনুশীলনে মোহনবাগানের স্পেনীয় ফুটবলার চামোরো। ছবি: সুদীপ্ত ভৌমিক

মাত্র আটচল্লিশ ঘণ্টার মধ্যেই সবুজ-মেরুন শিবিরের ছবিটা আশ্চর্যজনক ভাবে বদলে গিয়েছে। রীতিমতো থমথমে আবহ। ডুরান্ড কাপে এটিকে রিজার্ভ দল খেলালেও, মোহনবাগান কোচ কিবু ভিকুনার উদ্বেগ কমছে না।

Advertisement

কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে ০-৩ হারের পরেই ময়নাতদন্তে বসেছিলেন ভিকুনা। ডুরান্ড কাপে মহমেডানকে হারিয়ে দুর্দান্ত শুরু করা দল দ্বিতীয় ম্যাচেই কেন মুখ থুবড়ে পড়ল? রক্ষণের ব্যর্থতাতেই যে বিপর্যয়, তা বুঝতে বেশি সময় লাগেনি সবুজ-মেরুন কোচের। বুধবার সকালে মোহনবাগান মাঠে বৃষ্টির মধ্যে অনুশীলনে সব চেয়ে বেশি জোর দিলেন রক্ষণ মেরামতিতেই। বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করে ডিফেন্ডারদের পরীক্ষা করলেন। কেউ ভুল করলেই উত্তেজিত হয়ে পড়ছিলেন স্প্যানিশ কোচ। তার পরেই অবশ্য ফ্রান মোরান্তো, আশুতোষ মেটা, ধনচন্দ্র সিংহ, লালরাম চুলোভাদের ডেকে বুঝিয়ে দিচ্ছিলেন কার কোথায় ভুল হচ্ছে। কী ভাবে খেলতে হবে। রক্ষণ সামলেই যে গোলের জন্য ঝাঁপানোর পরিকল্পনা, তাও স্পষ্ট করে দিয়েছেন অনুশীলনে। যদিও ভিকুনা দাবি করলেন, পিয়ারলেস ম্যাচ তাঁর কাছে অতীত। বললেন, ‘‘পিয়ারলেসের বিরুদ্ধে হারের পরে সবাই খুব হতাশ হয়ে পড়েছিল। কিন্তু এই মুহূর্তে এটিকে ম্যাচ ছাড়া কিছু নিয়ে ভাবছি না। ভারতীয় নৌসেনাদের বিরুদ্ধে ওদের খেলা দেখেছিলাম। জিততে না পারলে ভাল দল। ভারসাম্যও দুর্দান্ত।’’

সবুজ-মেরুন শিবিরের দ্বিতীয় সমস্যা দলের প্রধান স্ট্রাইকার সালভা চামোরোর চোট। পিয়ারলেসের বিরুদ্ধে আগের ম্যাচে কোমরের উপরের অংশে আঘাত পেয়েছিলেন স্প্যানিশ স্ট্রাইকার। এ দিন মাঠে নামলেও পুরোদমে অনুশীলন করতে পারেননি। এটিকের বিরুদ্ধে তাঁকে পাবেন কি না, তা নিয়ে সংশয়ে কোচ। হতাশ ভিকুনা বললেন, ‘‘আঠারো জনের দলে চামোরোকে রাখব। দেখা যাক, শেষ পর্যন্ত ও খেলতে পারবে কি না।’’

Advertisement

পিয়ারলেসের বিরুদ্ধে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি মোহনবাগান। চামোরোর দুর্বল শট আটকে দিয়েছিলেন প্রতিপক্ষের গোলরক্ষক। বৃহস্পতিবার সেই ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে মরিয়া ভিকুনা। এ দিনের অনুশীলনে দীর্ঘ ক্ষণ পেনাল্টি অনুশীলনও করালেন। মোহনবাগান কোচ বলছেন, ‘‘ছেলেরা কেমন পেনাল্টি মারতে পারে তা পরীক্ষা করে দেখলাম।’’ এটিকের বিরুদ্ধে দলে যে বেশ কিছু পরিবর্তন করতে পারেন, তার ইঙ্গিতও দিয়ে রাখলেন ভিকুনা। গোলরক্ষক শিল্টন পালের প্রথম একাদশে থাকার সম্ভাবনা ক্ষীণ। তাঁর পরিবর্তে দেবজিৎ মজুমদার না শঙ্কর রায় খেলবেন, তা এখনও চূড়ান্ত নয়। সবুজ-মেরুন অন্দরমহলের খবর, পিয়ারলেসের বিরুদ্ধে যে ভাবে তিনটি গোল খেয়েছেন অভিজ্ঞ শিল্টন, তাতে অনেকেই হতাশ। ভিকুনা অবশ্য বলছেন, ‘‘পিয়ারলেসের বিরুদ্ধে হেরেছিল মোহনবাগান। ব্যর্থতার দায় কারও একার নয়, সবার।’’

সবুজ-মেরুন কোচের উদ্বেগের তৃতীয় কারণ মোহনবাগান মাঠে বিকেল তিনটেয় ম্যাচ। সাংবাদিক বৈঠকে বললেন, ‘‘আমি মনে করি, সন্ধে ছ’টায় খেলাটা হলে ভাল হত। কিন্তু খেলতে যখন হবেই, তখন কিছু করার নেই।’’ এর পরেই তিনি যোগ করেছেন, ‘‘কোনও অজুহাত দিতে চাই না। এটিকে-কেও একই সময়ে খেলতে হবে।’’ আর মোহনবাগান মাঠ? কিবুর কথায়, ‘‘সোমবার ম্যাচ খেলেছি। তার পরে টানা দু’দিন অনুশীলন করেছি। বৃষ্টিও হচ্ছে। যুবভারতীর মাঠ অনেক ভাল। কিন্তু আমাদের তো খেলতে হবে মোহনবাগান মাঠেই।’’

সমস্যার পাহাড় টপকে জয়ের সরণিতে মোহনবাগান ফিরতে পারবে কি না, সেটাই দেখার।

বৃহস্পতিবার ডুরান্ড কাপে: মোহনবাগান বনাম এটিকে (মোহনবাগান), গোকুলম এফসি বনাম চেন্নাইয়িন এফসি (হাওড়া স্টেডিয়াম), এফসি গোয়া বনাম আর্মি গ্রিন (কল্যাণী)। সব ম্যাচ শুরু বিকেল ৩.০০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন