Dutee Chand

যে যা বলে বলুক, কিছু এসে যায় না দ্যুতির

দ্যুতি পরিষ্কার জানাচ্ছেন, এ সব নিয়ে তিনি আদৌ মাথা ঘামান না এবং যে ভাবে বাঁচতে ভালবাসেন, সে ভাবেই বাঁচবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২০ ০৫:১১
Share:

দ্যুতি চন্দ। ফাইল চিত্র

স্প্রিন্টে ভারতের দ্রুততমা দ্যুতি চন্দ গত বছরই জানিয়েছিলেন, সমলিঙ্গের এক সঙ্গীকে নিয়েই বাকি জীবন তিনি কাটাতে চান। এ বার এক সাক্ষাৎকারে বলে দিলেন, সেই অকপট স্বীকারোক্তির পরে সাধারণ মানুষ এখন তাঁকে ‘অন্য’ চোখে দেখে! কিন্তু দ্যুতি পরিষ্কার জানাচ্ছেন, এ সব নিয়ে তিনি আদৌ মাথা ঘামান না এবং যে ভাবে বাঁচতে ভালবাসেন, সে ভাবেই বাঁচবেন।

Advertisement

দ্যুতির বয়স ২৪। হায়দরাবাদের মার্কিন কনসাল জেনারেল জোয়েল রাইফম্যানের সঙ্গে অনলাইন আলাপচারিতায় তিনি বলেছেন, ‘‘যে কেউ যে কোনও সময় যে কাউকে ভালবাসবাসতে পারে। এখানে জাতের বিচার হয় না। ধর্মেরও না। এমনকি লিঙ্গও গুরুত্বহীন হয়ে ওঠে।’’ গত বছরের মে মাসে দ্যুতি সমস্ত গোপনীয়তা লঙ্ঘন করে নিজের নারী জীবনসঙ্গীর সঙ্গে প্রকাশ্যে জীবন কাটাতে শুরু করেন। তখনই তিনি বলেছিলেন, ব্যক্তিগত জীবনের সত্যকে আড়াল করার চেয়ে সব কিছু সবার সামনে নিয়ে আসা অনেক ভাল!

দ্যুতি এ সব নিয়ে নতুন করে বলেছেন, ‘‘সব সময়ই আমাকে আমার সঙ্গী সমর্থন করে। আমি নিজেই ওকে আমার জীবনসঙ্গী বেছেছি। হতে পারে আমাদের লোকে এখন অন্য চোখে দেখে। যা ইচ্ছে তাই ভাবে। ওরা আমাদের সমকামি ইত্যাদিও বলতে পারে। কিন্তু যতক্ষণ আমরা পরস্পরকে আঁকড়ে বাঁচতে চাই ততক্ষণ এই ধরনের মন্তব্যে আমাদের কিছু এসে যায় না।’’

Advertisement

দ্যুতির এই সম্পর্ক নিয়ে তাঁর পরিবারেও তীব্র আপত্তি ছিল। নিজের দিদি পর্যন্ত হুমকি দিয়েছিলেন, তাঁর সঙ্গে সম্পর্ক রাখবেন না বলে! কিন্তু সে সবের কোনও বাধাকেই পরোয়া করেননি অসাধারণ এই স্প্রিন্টার। সাক্ষাৎকারে বলেছেন, ‘‘অনেকেই আছে যারা নিজের ভালবাসার মানুষের কথা বলতে ভয় পায়। আমি বলব, তাদের কিন্তু এ বার সাহসী হতে হবে। মনে রাখতে হবে, আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে কোনও ভাল জিনিসই সবার গ্রহণযোগ্য হয়ে উঠতে সময় লাগে। তাই দয়া করে ভয় পাবেন না। মনে রাখবেন, প্রত্যেকের জীবনই তার নিজস্ব। নিজস্ব তার সুখও।’’

আরও পড়ুন: ছ’টি ফাইনাল খেলতে হবে, বার্তা জ়িদানের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন