তাইওয়ান ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দুশো মিটারে সোনা জিতলেন দ্যুতি চন্দ। তাঁর সময় ছিল ২৩.৫২ সেকেন্ড। প্রথম তিনের বাকি দুইও ভারতীয়— শ্রাবণী নন্দ (রুপো) এবং এইচএম জ্যোতি (ব্রোঞ্জ)।