শর্ত দেখে বিস্মিত দুই প্রধান

আইএসএলের চতুর্থ পর্বে খেলানোর জন্য দুই প্রধানকে নিতে মরিয়া নীতা অম্বানীর কোম্পানি। কিন্তু সে জন্য ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের উপর যে শর্ত চাপানোর চেষ্টা চলছে তাতে চোখ কপালে উঠেছে কর্তাদের। শুনলে সদস্য-সমর্থকরাও রাগে ফেটে পড়বেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ০৩:২৭
Share:

প্রস্তুতি: ইস্টবেঙ্গল প্র্যাকটিসে ট্রেভর মর্গ্যান। সোমবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

আইএসএলের চতুর্থ পর্বে খেলানোর জন্য দুই প্রধানকে নিতে মরিয়া নীতা অম্বানীর কোম্পানি। কিন্তু সে জন্য ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের উপর যে শর্ত চাপানোর চেষ্টা চলছে তাতে চোখ কপালে উঠেছে কর্তাদের। শুনলে সদস্য-সমর্থকরাও রাগে ফেটে পড়বেন।

Advertisement

রিল্যায়ান্সের শর্ত মেনে খেললে দুই ক্লাবের ঐতিহ্যের এবং আবেগের মশাল বা নৌকো সমৃদ্ধ লোগো বদলে যেতে পারে। বদলে যেতে পারে লাল-হলুদ বা সবুজ মেরুন জার্সির চিরকালীন রং। টিম তৈরি করবেন নতুন স্পনসররা। সেখানে ক্লাব কর্তাদের কোনও দাবি মানা হবে না। আর সব হারানোর পর কী পাবে দুই প্রধান? লভ্যাংশের মাত্র দশ শতাংশ টাকা। মুম্বই থেকে পাঠানো খসড়া প্রস্তাব দেখেই দুই প্রধানের কর্তারাই সভা ডেকে ফেলেছেন। ইস্টবেঙ্গল সোমবার বিকেলে সভা করে ঠিক করল, এ সব নিয়ে আইএফএ প্রেসিডেন্ট ও সচিবের সঙ্গে আলোচনা করবে। শুক্রবার ফের কর্মসমিতির সভা হবে। আর মোহনবাগানের চার শীর্ষ কর্তা এ দিন আলোচনায় বসেছিলেন। আলোচনা করেছেন আইনজীবীদের সঙ্গে। কোনও সিদ্ধান্ত নেননি। তবে দুই প্রধানের কর্তারাই বলছেন, ‘‘এ সব মানার কোনও প্রশ্নই নেই। আমাদের শর্তেই খেলতে হবে। বদলাতে হবে অনেক কিছু।’’

আর আইএসএলের সঙ্গে এই যুদ্ধে নামার আবহের মধ্যেই ইস্টবেঙ্গল মাঠে অনুশীলনে নেমে পড়লেন ট্রেভর জেমস মর্গ্যান। আই লিগের প্রস্তুতি নিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement