ইস্টবেঙ্গলের প্রথম কোচ প্রয়াত

ইস্টবেঙ্গলের প্রথম পেশাদার কোচ সুশীল ভট্টাচার্য প্রয়াত হলেন। শনিবার সকালে টালিগঞ্জের বাড়িতে। দূরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। বয়স হয়েছিল নব্বই। তাঁর কোচিংয়ে নয় বছর পর কলকাতা লিগ-আইএফএ শিল্ড ঢুকেছিল লাল-হলুদ তাঁবুতে। আট বছর আগে এক অনুষ্ঠানে ইস্টবেঙ্গল তাঁকে পুরস্কৃতও করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ০৩:১০
Share:

ইস্টবেঙ্গলের প্রথম পেশাদার কোচ সুশীল ভট্টাচার্য প্রয়াত হলেন। শনিবার সকালে টালিগঞ্জের বাড়িতে। দূরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। বয়স হয়েছিল নব্বই। তাঁর কোচিংয়ে নয় বছর পর কলকাতা লিগ-আইএফএ শিল্ড ঢুকেছিল লাল-হলুদ তাঁবুতে। আট বছর আগে এক অনুষ্ঠানে ইস্টবেঙ্গল তাঁকে পুরস্কৃতও করেছিল।
চল্লিশের দশকে ইস্টবেঙ্গলে তিন বছর খেলেছিলেন প্রয়াত সুশীলবাবু। পরে জর্জ ও ইস্টার্ন রেলেও খেলেন। মেয়েদের ফুটবল পঁচাত্তরে স্বীকৃতি পাওয়ার পর ভারতীয় ও বাংলা দলের প্রথম কোচ হয়েছিলেন সুশীলবাবুই। বাংলার জুনিয়র এবং সাবজুনিয়র টিমকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। বলরাম থেকে কৃশানু দে, সুকুমার সমাজপতি থেকে শান্তি মল্লিক সবাইকে কোচিং করিয়েছেন তিনি। এ দিন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তারা সুশীলবাবুর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন