সুহেরের জোড়া গোল

শুক্রবার বিকেলে ঘরের মাঠে কালীঘাট এমএস-এর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৪-১ গোলে জিতল ইস্টবেঙ্গল। জোড়া গোল করে লাল-হলুদ শিবিরের নায়ক সুহের। একটি করে গোল করেন মহম্মদ আল আমনা ও জবি জাস্টিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৭ ০৩:৩০
Share:

প্রতীকী ছবি।

গত মরসুমে কলকাতা লিগে দুরন্ত পারফরম্যান্স করে ইস্টবেঙ্গলে খেলার সুযোগ পেয়েছিলেন ভি পি সুহের। কিন্তু কোচ ট্রেভর জেমস মর্গ্যানের আপত্তিতে আই লিগ খেলার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল তাঁর। এ বছর সেই সুহের-ই টানা আট বার কলকাতা লিগ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন লাল-হলুদ সমর্থকদের।

Advertisement

শুক্রবার বিকেলে ঘরের মাঠে কালীঘাট এমএস-এর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৪-১ গোলে জিতল ইস্টবেঙ্গল। জোড়া গোল করে লাল-হলুদ শিবিরের নায়ক সুহের। একটি করে গোল করেন মহম্মদ আল আমনা ও জবি জাস্টিন। তবে মরসুমের প্রথম ম্যাচে চার গোলে জিতলেও ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে। যদিও তা নিয়ে একেবারেই চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। তাদের দাবি, কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেললেই বোঝাপড়া গড়ে উঠবে।

প্রস্তুতি ম্যাচে চার গোলে জয় দেখে লাল-হলুদ সমর্থকরা উচ্ছ্বসিত হলেও উদ্বেগ বাড়ছে ক্লাব কর্তাদের! এ দিন মূল স্পনসরের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেছিলেন তাঁরা। বৈঠকের পর ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্ত বলেন, ‘‘নতুন মরসুমের বাজেট নিয়ে আলোচনা হয়েছে স্পনসরের প্রতিনিধির সঙ্গে। প্রয়োজনে আমাদেরও বেঙ্গালুরু গিয়ে ওঁদের সঙ্গে কথা বলতে হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন