যুব ডার্বিতে আজ কঠোর নিরাপত্তা ইস্টবেঙ্গলে

অনূর্ধ্ব ১৮ যুব আই লিগের আঞ্চলিক পর্বের প্রথম ডার্বিতে মোহনবাগান মাঠে খেলার পর বড় রকমের গন্ডগোল হয়েছিল। ইস্টবেঙ্গল জিতেছিল ওই ম্যাচে। আহত হয়েছিলেন কয়েক জন দর্শক।  হাত ভেঙেছিল এক জনের। তার জেরে দু’পক্ষকেই শাস্তিস্বরূপ জরিমানা করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ০৩:২৪
Share:

—ফাইল চিত্র।

কলকাতা ডার্বি মানেই দুই প্রধান সমর্থকদের মধ্যে জারি থাকে স্নায়ুযুদ্ধ। তা সে বড়দের হোক বা ছোটদের। যা থেকে মাঝেমধ্যেই লেগে যায় ঝামেলা। আজ মঙ্গলবার ইস্টবেঙ্গল মাঠে ফিরতি যুব ডার্বিতে যাতে সে রকম ঘটনা না ঘটে, তাই আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।

Advertisement

অনূর্ধ্ব ১৮ যুব আই লিগের আঞ্চলিক পর্বের প্রথম ডার্বিতে মোহনবাগান মাঠে খেলার পর বড় রকমের গন্ডগোল হয়েছিল। ইস্টবেঙ্গল জিতেছিল ওই ম্যাচে। আহত হয়েছিলেন কয়েক জন দর্শক। হাত ভেঙেছিল এক জনের। তার জেরে দু’পক্ষকেই শাস্তিস্বরূপ জরিমানা করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

ঝামেলা এড়াতে সোমবার তাই দুই প্রধানের কোচ, ফুটবলার, কর্তারা একই মঞ্চে বসে সমর্থকদের শান্ত থাকার আবেদন জানালেন। পাশাপাশি প্রশাসনের কাছে আবেদন জানানো হল পুলিশি নিরাপত্তা দেওয়ার। ইস্টবেঙ্গল যুব দলের কোচ রঞ্জন চৌধুরী, মোহনবাগান যুব দলের সহকারী কোচ সুভাষ সিংহ রায় ও অধিনায়ক নবান্ন চক্রবর্তী একসঙ্গে বলে দিলেন, ‘‘খেলার মাঠে যা-ই হোক, সমর্থকরা যেন শান্ত থাকেন।’’ ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার প্রতিশ্রুতি দেন, ‘‘ইস্টবেঙ্গলের কেউ ঝামেলা করেছে প্রমাণ হলে তাঁকে শাস্তি দেওয়া হবে।’’ যুব আই লিগে আপাতত ইস্টবেঙ্গল রয়েছে লিগ টেবলের শীর্ষে। মোহনবাগান চার নম্বরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement