ইস্টবেঙ্গলে অস্বস্তি সুভাষের তোপে

যুবভারতীর অনুশীলন মাঠে ফুটবলারেরা চনমনে মেজাজে। কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর (টিডি) সুভাষ ভৌমিক থমথমে মুখে বসে রয়েছেন মাঠের বাইরে। শুধু শারীরিক ভাবে অসুস্থ নন, মনও ভাল নেই আসিয়ান কাপ জয়ী কোচের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ০৫:৩৬
Share:

মহড়া: রেনবো ম্যাচের প্রস্তুতিতে আমনা। শনিবার। নিজস্ব চিত্র

শনিবার সকালে ইস্টবেঙ্গল অনুশীলনে আশ্চর্য বৈপরীত্য।

Advertisement

যুবভারতীর অনুশীলন মাঠে ফুটবলারেরা চনমনে মেজাজে। কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর (টিডি) সুভাষ ভৌমিক থমথমে মুখে বসে রয়েছেন মাঠের বাইরে। শুধু শারীরিক ভাবে অসুস্থ নন, মনও ভাল নেই আসিয়ান কাপ জয়ী কোচের।

হঠাৎ কী হল সুভাষের? কলকাতা প্রিমিয়ার লিগে দুরন্ত ছন্দে মহম্মদ আমনারা। লাল-হলুদ সমর্থকেরা টানা ন’বার কলকাতা প্রিমিয়ার লিগ জিতবে ধরে নিয়ে আগাম উৎসব শুরুও করে দিয়েছেন। তার উপরে আজ, রবিবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পাঁচ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের চার নম্বরে থাকা রেনবো এসি। যারা মোহনবাগান ও মহমেডান— দুই প্রধানের বিরুদ্ধেই হেরেছে। এই পরিস্থিতিতে লাল-হলুদ টিডির তো ফুরফুরে মেজাজেই থাকার কথা। তা হলে? অনুশীলন শেষ হওয়ার পরে সাংবাদিক বৈঠকে সুভাষই রহস্য উদঘাটন করলেন। জানালেন, পরিস্থিতির চাপে তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছেন! বললেন, ‘‘অনেক কিছু করার কথাই ভেবেছিলাম। কিন্তু পরিস্থিতির চাপে তা রূপায়ণ
করতে পারিনি!’’

Advertisement

কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই সুভাষ জানিয়েছিলেন, আমনাকে তরতাজা রাখার জন্য বেশি খেলাতে চান না। প্রথম দু’টো ম্যাচে প্রথম একাদশে রাখেননি সিরিয়ার মিডফিল্ডারকে। কিন্তু কলকাতা কাস্টমসের বিরুদ্ধে ০-০ ড্রয়ের পরেই আমনাকে শুরু থেকে খেলার দাবি তোলেন সমর্থকেরা। ক্লাব কর্তারাও সুভাষের সিদ্ধান্তে অসন্তোষ জানান। এরিয়ানের বিরুদ্ধে পরের ম্যাচেই শুরু থেকে খেলেন আমনা। একটি গোলও করেন তিনি।

রেনবো ম্যাচের প্রস্তুতি শেষ হওয়ার পরে হতাশ সুভাষ বলেই ফেললেন, ‘‘আমনাকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু পারলাম না পরিস্থিতির চাপে।’’ এখানেই শেষ নয়। লাল-হলুদ টিডি খুশি নন ফুটবলারদের মানসিকতা নিয়েও। বললেন, ‘‘শারীরিক ও খেলার দিক থেকে কোনও সমস্যা নেই। সমস্যাটা মানসিকতায়। বিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার সেই খুনে মেজাজটা এখনও তৈরি করতে পারিনি। ওরা কাজটা অর্ধসমাপ্ত রেখে মাঠ ছাড়ছে।’’ সুভাষ বারবার এই ধরনের মন্তব্য করায় অস্বস্তিতে পড়ছেন ক্লাব কর্তারাও।

রেনবো কোচ তড়িৎ ঘোষ এই দুর্বলতাকেই অস্ত্র করতে চান। তিনি বললেন, ‘‘ইস্টবেঙ্গল অধিকাংশ গোলই প্রথমার্ধে করেছে। দ্বিতীয়ার্ধে ওদের ফুটবলারদের ফিটনেস সমস্যা হচ্ছে। তাই কোনও অবস্থাতেই রক্ষণাত্মক খেলব না।’’

রবিবার কলকাতা প্রিমিয়ার লিগ: ইস্টবেঙ্গল বনাম রেনবো (ইস্টবেঙ্গল, বিকেল ৪.৩০, সাধনা নিউজে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন