জরিমানায় প্রশ্ন উঠল বাগানে

দুই প্রধানের কর্তাদের শেষ পর্যন্ত জরিমানা করল আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটি। মোহনবাগানের দুই প্রধান কর্তা দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসুকে এক লক্ষ করে টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ০৩:১৭
Share:

দুই প্রধানের কর্তাদের শেষ পর্যন্ত জরিমানা করল আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটি।

Advertisement

মোহনবাগানের দুই প্রধান কর্তা দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসুকে এক লক্ষ করে টাকা জরিমানা করা হয়েছে। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে জরিমানা করা হয়েছে পঁচিশ হাজার টাকা। সঙ্গে সতর্ক করে চিঠিও দেওয়া হল। লাল-হলুদের সচিব কল্যাণ মজুমদারকে শুধুমাত্র সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।

যদিও আর্থিক জরিমানা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলে দিয়েছেন বাগানের অর্থসচিব দেবাশিস দত্ত। তাঁর দাবি, ‘‘আমরা ক্লাব থেকে কোনও টাকা নিই না। আমাদের পদগুলো সাম্মানিক। তাই আমাদের আদৌ জরিমানা করা যায় কি না, সেটা আগে দেখব। যত দূর জানি সাম্মানিক পদে থাকলে জরিমানা করা যায় না। অন্য যে কোনও শাস্তি দেওয়া যায়।’’ ইস্টবেঙ্গলের দেবব্রতবাবু আবার বললেন, ‘‘আইএফএ থেকে এখনও চিঠি পাইনি। আগে ওরা চিঠি পাঠাক। তার পর দেখা যাবে।’’

Advertisement

কলকাতা লিগ চলাকালীন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নানা ‘বিরুপ’ মন্তব্য করেছিলেন দুই প্রধানের কর্তারা। শনিবার শৃঙ্খলারক্ষা কমিটির সভায় দুই প্রধানের কর্তাদের ভিডিও বক্তব্য বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আইএফএ সচিব বলেন, ‘‘এর আগে কর্তাদের শো-কজ করা হয়েছিল। প্রত্যেকেই জানিয়েছেন, তাঁরা ঠিক কাজ করেননি। সেই চিঠির উপর ভিত্তি করেই আমরা তিন কর্তাকে শুধু জরিমানা করেছি। আর কল্যাণবাবুকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement