শিলিগুড়ি যাচ্ছে না মর্গ্যানের ইস্টবেঙ্গল

কলকাতা লিগ শুরুর আগে শিলিগুড়িতে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না ইস্টবেঙ্গলের। নেপথ্যে উত্তরবঙ্গের প্রবল বর্ষণ। বাধ্য হয়ে তাই ২৯ জুলাইয়ের ম্যাচ বাতিল করলেন আয়োজকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০৪:৫৭
Share:

কলকাতা লিগ শুরুর আগে শিলিগুড়িতে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না ইস্টবেঙ্গলের। নেপথ্যে উত্তরবঙ্গের প্রবল বর্ষণ। বাধ্য হয়ে তাই ২৯ জুলাইয়ের ম্যাচ বাতিল করলেন আয়োজকরা।

Advertisement

আয়োজকদের তরফে এ দিন ভাইচুং ভুটিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘শিলিগুড়িতে এই মুহূর্তে প্রবল বৃষ্টি হচ্ছে। ফলে মাঠের অবস্থা খুবই খারাপ। খেলতে গিয়ে চোট-আঘাত লাগতে পারে ফুটবলারদের। তাই আপাতত ম্যাচ বাতিল করতে হল।’’ ম্যাচ বাতিল হওয়ায় হতাশ ব্যারেটোও।

মঙ্গলবারই বনগাঁয় স্থানীয় টিমকে ৮-০ হারিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু লিগ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচ না হওয়ায় হতাশ ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টও। ক্লাবের তরফে অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘প্রাকৃতিক দুর্যোগের কারণে শিলিগুড়িতে প্রস্তুতি ম্যাচ হচ্ছে না। লিগ শুরুর আগে সেক্ষেত্রে কাছাকাছি কোনও প্রস্তুতি ম্যাচ আয়োজন করা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন