ওয়েডসন ও বুকেনিয়া-কে ছেড়ে দিল ইস্টবেঙ্গল

মহম্মদ আল আমনা চূড়ান্ত হয়ে যেতেই ওয়েডসন আনসেলমে ও ইভান বুকেনিয়া-কে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ কর্তাদের নজরে এ বার আইজল এফসি-র জোমিংলিয়ানা রালতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ০৪:৩৯
Share:

মহম্মদ আল আমনা চূড়ান্ত হয়ে যেতেই ওয়েডসন আনসেলমে ও ইভান বুকেনিয়া-কে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ কর্তাদের নজরে এ বার আইজল এফসি-র জোমিংলিয়ানা রালতে।

Advertisement

কটকে ফেডারেশন কাপ সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে হারের পরেই তিন বিদেশি— ওয়েডসন, উইলিস প্লাজা ও বুকেনিয়া-কে নিয়ে মোহভঙ্গ হয় ইস্টবেঙ্গল কর্তাদের। বুধবারই ওয়েডসন ও বুকেনিয়া-র পাওনা মিটিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, দুই ফুটবলারেরই ২৫ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। ১ জুন হাইতি ফিরে যাচ্ছেন ওয়েডসন। চলতি সপ্তাহের শেষে উগান্ডা ফিরবেন বুকেনিয়া। আর এক বিদেশি প্লাজা ত্রিনিদাদ ও টোব্যাগোয় ফিরে গিয়েছেন গত শনিবারই। তাঁর পাঁচ লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে। আইএসএল ও আই লিগ নিয়ে জটিলতায় অধিকাংশ দলই আগামী মরসুমের দল গঠনের ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছে। ব্যতিক্রম ইস্টবেঙ্গল। লাল-হলুদ কর্তাদের প্রধন লক্ষ্যই হচ্ছে আই লিগ চ্যাম্পিয়ন আইজলের ঘর ভাঙা। ইতিমধ্যেই আমনা, লালরাম চুলোভা ও ব্রেন্ডন ভ্যানলালরেমডিকা-কে চূড়ান্ত করে ফেলেছেন তাঁরা।

এ দিকে, অনুশীলনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ইস্টবেঙ্গল অ্যাকাডেমি থেকে সিনিয়র দলে সুযোগ পাওয়া ডিফেন্ডার মেহতাব সিংহ। অ্যাকাডেমির কোচ রঞ্জন চৌধুরী বললেন, ‘‘মঙ্গলবার প্র্যাকটিস করতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে গিয়েছিল মেহতাব। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জানা গিয়েছে, হিট স্ট্রোক হয়েছে ওর। তবে সঙ্কট কেটে গেলেও পর্যবেক্ষণের জন্য মেহতাবকে এখন আইসিইউ-তে রাখা হয়েছে।’’ ইস্টবেঙ্গল কোচ যোগ করলেন, ‘‘শুক্রবার আইএফএ শিল্ডে আমাদের ম্যাচ। তার আগে মেহতাব সুস্থ হবে কি না বুঝতে পারছি না।’’

Advertisement

ফাইনালে রাখী সঙ্ঘ:রাজ্য জুনিয়র বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের দুটি বিভাগেই ফাইনালে উঠল রাখী সঙ্ঘ। ছেলে ও মেয়েদের বিভাগে সহজেই জিতল ক্লাবটি।

আরও পড়ুন: সচিনকে পর্দায় দেখে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট দল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন