ISL

আইএসএলের ১০ দলের লোগো প্রকাশ, নাম নেই ইস্টবেঙ্গলের

Advertisement

সংবাদ সংস্থা 

মুম্বই শেষ আপডেট: ১১ অগস্ট ২০২০ ১৮:১৫
Share:

আইএসএলের দরজা হয়তো বন্ধ ইস্টবেঙ্গলের জন্য। —ফাইল চিত্র।

সকালে ছিল গভীর আশা। দুপুরেই তা পরিণত হল হতাশায়। ইস্টবেঙ্গল তাঁবুতে নতুন এক সংস্থার বিজ্ঞাপনী হোর্ডিং দেখে আশার আলো জ্বলতে শুরু করেছিল লাল-হলুদ ভক্তদের মনে। তবে কি এই নতুন সংস্থার হাত ধরে প্রিয় ক্লাব আইএসএল খেলবে?

Advertisement

মঙ্গলবার সকালের দিকে এই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল লাল-হলুদ ভক্তদের মনে। সোশ্যাল সাইটে অনেক ভক্তই আশাপ্রকাশ করেছিলেন যে ইস্টবেঙ্গল এ বারই আইএসএল খেলবে। যদিও নতুন সংস্থার ব্যাপারে সরকারিভাবে ক্লাবের তরফে কিছু জানানো না হলেও সূত্রের খবর, ভোল্টাস বেকো নামের নতুন সংস্থাটি শতবর্ষে পা রাখা ক্লাবের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি গ্রাউন্ড স্পনসর হিসেবে যুক্ত হয়েছে এক বছরের জন্য।

ভোল্টাস বেকোর সঙ্গে প্রিয় ক্লাবের যুক্ত হওয়ার আনন্দের খবরের রেশ মিলিয়ে যায় দুপুর গড়াতেই। বিকেল চারটের দিকে আইএসএল-এর সরকারি ফেসবুক পেজে দশ দলের লোগো সম্বলিত একটি ছবি পোস্ট করা হয়। এই ছবিতে ইস্টবেঙ্গলের লোগো নেই। অনেকের মতে, এই ছবি পোস্ট করে আইএসএল কর্তৃপক্ষ জানিয়ে দিল, এ বারের প্রতিযোগিতা দশ দলেরই হবে। সেখানে খেলার সুযোগ নেই লাল-হলুদের।

Advertisement

আরও পড়ুন: ফ্যাব ফোর নয়, ক্রিকেটবিশ্ব শাসন করছে ফ্যাব ফাইভ, দাবি আসিফ ইকবালের

এই ছবি পোস্ট হতেই সোশ্যাল সাইটে ভক্তরা হতাশায় বলতে থাকেন, ‘‘এ বার আর হল না।’’ আইএসএল কর্তৃপক্ষ নিজেদের অবস্থান এ দিন পরিষ্কার করে দিলেও ক্লাব সরকারি ভাবে কিছু জানায়নি।

দিন কয়েক আগে আইএসএল পরিচালনার দায়িত্বে থাকা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) কর্তৃপক্ষ দশটি দলকে নিয়ে আলোচনায় বসেছিল। সেখানেই কর্তারা জানিয়েছিলেন, এ বার দলের সংখ্যা তাঁরা আর বাড়াতে চান না। যদিও ক্লাবকর্তারা আশা শেষ এমন কথা বলেননি। ইনভেস্টর জোগাড় করার মরিয়া চেষ্টায় তাঁরা। শেষ মুহূর্তে অবিশ্বাস্য ভাবে আইএসএলের দরজা খুলে ফেলতে পারবেন লাল-হলুদ কর্তারা, এমন আশায় বুক বেঁধেছিলেন অনেকেই। কিন্তু এ দিন দশ দলের লোগো পোস্ট হওয়ার পরে হৃদয় ভাঙল ভক্তদের।

বেঙ্গালুরু, চেন্নাইয়িন, জামশেদপুরদের সঙ্গে আইএসএলে খেলবে এটিকে-মোহনবাগান।ইস্টবেঙ্গল খেলবে আই লিগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন