দু’বছর পর জাতীয় কোচের ভাবনায় ফের রবিন

স্বপ্নপূরণের অপেক্ষায় রবিন সিংহ। দু’বছর পর ভারতীয় দলে ফিরতে চলেছেন ইস্টবেঙ্গল স্ট্রাইকার। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের প্রস্তুতি হিসেবে ২২ মার্চ কাম্বোডিয়ার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৬
Share:

স্বপ্নপূরণের অপেক্ষায় রবিন সিংহ। দু’বছর পর ভারতীয় দলে ফিরতে চলেছেন ইস্টবেঙ্গল স্ট্রাইকার।

Advertisement

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের প্রস্তুতি হিসেবে ২২ মার্চ কাম্বোডিয়ার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। ওই ম্যাচের জন্যই আজ, মঙ্গলবার রবিনকে রেখেই তিরিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করার কথা জাতীয় কোচ স্টিভন কনস্ট্যান্টাইনের।

তিরুঅনন্তপূরমে ২০১৫-র ২৫ ডিসেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডান হাঁটুতে চোট পান রবিন। অস্ত্রোপচারের পর মাঠে ফিরলেও বেঙ্গালুরু এফসি তাঁকে রাখেনি। ক্লাব না থাকায় গত মরসুমে আই লিগও খেলা হয়নি রবিনের। ছিটকে যান জাতীয় দল থেকেও। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই তিন বছর পর ফিরে আসেন ইস্টবেঙ্গলে।

Advertisement

চলতি আই লিগে পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দু’টো ম্যাচেই গোল করে ইস্টবেঙ্গলকে জিতিয়ে উপেক্ষার জবাব দিয়েছেন রবিন। সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়েও ঢুকে পড়েছেন তিনি। এই মুহূর্তে নয় ম্যাচে চার গোল করেছেন তিনি। লাল-হলুদ জার্সিতে দুরন্ত পারফরম্যান্সের জন্যই রবিনকে জাতীয় দলে ফেরানোর ভাবনা স্টিভনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন