Swapan Ball

ইস্টবেঙ্গল কর্তা স্বপন বলকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ

ইস্টবেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা সেই স্বপন বলকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগে সামিল হল ফ্যান ক্লাব ‘ইস্টবেঙ্গল দ্য রিয়াল পাওয়ার’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ২০:৫১
Share:

স্বপন বল।-নিজস্ব চিত্র

চিরকালের জন্য প্রাণের প্রিয় ইস্টবেঙ্গলকে ছেড়ে চলে গিয়েছিলেন লাল-হলুদের সুখ-দুঃখের চিরসঙ্গী স্বপন বল। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন স্বপনবাবু। অবশেষে ময়দানের সঙ্গে তাঁর চিরবিচ্ছেদ ঘটে গত ২৮ জুলাই।

Advertisement

ইস্টবেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা সেই স্বপন বলকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগে সামিল হল ফ্যান ক্লাব ‘ইস্টবেঙ্গল দ্য রিয়াল পাওয়ার’। শনিবার কলকাতা লিগে লাল-হলুদের প্রথম ম্যাচে রেনবো-র বিরুদ্ধে বিনামূল্যে স্বপন বলের আড়াই হাজার মুখোশ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল পাওয়ার।

আরও পড়ুন: মন্ট্রিয়াল ওপেনের কোয়ার্টার ফাইনালে ‘কিং’ রজার

Advertisement

আরও পড়ুন: সেন্ট লুইস দাবার শীর্ষে আনন্দ

শুক্রবার ইবিআরপি-র অন্যতম এক আধিকারিক বলেন, “স্বপন বলকে ছাড়া প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে নামছে, এমনটা ভাবাই যায় না। যে কোনও প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে মাঠে থাকতেন স্বপনবাবু। কিন্তু এই বছর স্বপন বলকে ছাড়াই মাঠে নামতে হবে দলকে। তবে, সশরীরে তিনি মাঠে উপস্থিত না থাকলেও, থাকবেন সমর্থকদের মনে। স্বপন বলের আড়াই হাজার মুখোশ মাঠে আসা সমর্থকদের মধ্যে আমরা বিনামূল্যে বিতরণ করব।” এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে লাল-হলুদের অন্য ফ্যান ক্লাবগুলিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement