সেট-পিসে জোর এখন ইস্টবেঙ্গল কোচের

শেষ তিন ম্যাচ খেলতে হবে কলকাতার বাইরে গিয়ে। আই লিগের এই সংশোধিত সূচি নিয়ে ক্ষোভ বাড়ছে ইস্টবেঙ্গলে। মঙ্গলবার সকালে সল্টলেকে জবি জাস্টিনদের অনুশীলনের পরে এ ব্যাপারে ক্ষোভ জানান লাল-হলুদের অন্যতম শীর্ষ কর্তা। তবে সেই ক্ষোভ সরিয়ে আপাতত লাজং ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো মেনেন্দেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২১
Share:

প্রস্তুতি: ফিটনেস ট্রেনিংয়ে মনোযোগ জবি জাস্টিনদের। নিজস্ব চিত্র

শেষ তিন ম্যাচ খেলতে হবে কলকাতার বাইরে গিয়ে। আই লিগের এই সংশোধিত সূচি নিয়ে ক্ষোভ বাড়ছে ইস্টবেঙ্গলে। মঙ্গলবার সকালে সল্টলেকে জবি জাস্টিনদের অনুশীলনের পরে এ ব্যাপারে ক্ষোভ জানান লাল-হলুদের অন্যতম শীর্ষ কর্তা। তবে সেই ক্ষোভ সরিয়ে আপাতত লাজং ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো মেনেন্দেস।

Advertisement

লাল-হলুদ শিবিরে জবি, এনরিকেদের মূলমন্ত্র এখন একটাই। তা হল—এই পরিস্থিতিতে আই লিগ জিততে হলে ফিটনেসে খামতি থাকা চলবে না। তাই এ দিনও জবি, খাইমে সান্তোস কোলাদো, কমলপ্রীত সিংহদের নিয়ে দীর্ঘক্ষণ অনুশীলন করান ইস্টবেঙ্গল কোচ। পাশাপাশি, সেট পিসেও দলের কোনও খামতি রাখতে নারাজ আলেসান্দ্রো। এ দিন দুই দফায় সেট পিস অনুশীলন করালেন তিনি। প্রথমে দুই প্রান্ত থেকে বক্সে বল ফেলে হল বিপন্মুক্ত করার অনুশীলন। এই সময় জনি আকোস্তা-বোরখা গোমেস পেরেসরা রুখছিলেন এনরিকে, কোলাদো, জবিদের হেডে গোল করার প্রয়াস। আর অনুশীলনের শেষ লগ্নে দলের ফরোয়ার্ড ও মাঝমাঠের ফুটবলারদের নিয়ে হল সেট পিসে গোল করার মহড়া। যেখানে ইস্টবেঙ্গল কোচ তুলে আনছিলেন জনি-বোরখাদের। সেট পিসের সময় সকলের নজর এড়িয়ে লাল-হলুদ শিবিরের এই দুই ডিফেন্ডার উঠে আসছিলেন হেডে গোল করার জন্য। সূত্রের খবর, লাজংয়ের বিরুদ্ধে শুরু থেকে কোলাদোর বদলে এনরিকেকে খেলানো হতে পারে। এ দিন অনুশীলনেও জবির সঙ্গে স্ট্রাইকারে রাখা হয়েছিল মেক্সিকান এই ফুটবলারকে। অন্য দিকে লেফ্ট ব্যাকে খেলতে পারেন মনোজ মহম্মদ। অনূর্ধ্ব-২৩ ভারতীয় দলে সুযোগ পাওয়া কমলপ্রীত সিংহ সে ক্ষেত্রে খেলতে পারেন রাইট ব্যাকে। কারণ, লালরাম চুলোভার ফিটনেস নিয়ে এখনও নিশ্চিত নয় লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন