২৯ বছর পর ইডেনে ফের বিশ্বকাপ ফাইনাল

বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল ফের কলকাতায়! ক্রিকেটের নন্দনকানন— ইডেন গার্ডেন্সে। দীর্ঘ ২৯ বছর পর!ভারতের মাটিতে এ পর্যন্ত আইসিসি বিশ্বকাপ ক্রিকেট হয়েছে তিন বার। ১৯৮৭, ১৯৯৬ আর ২০১১। তিনটেই পঞ্চাশ ওভারের। যার মধ্যে ’৮৭ বিশ্বকাপ ফাইনাল বসেছিল ইডেনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ১৮:২৪
Share:

বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল ফের কলকাতায়!

Advertisement

ক্রিকেটের নন্দনকানন— ইডেন গার্ডেন্সে।

দীর্ঘ ২৯ বছর পর!

Advertisement

ভারতের মাটিতে এ পর্যন্ত আইসিসি বিশ্বকাপ ক্রিকেট হয়েছে তিন বার। ১৯৮৭, ১৯৯৬ আর ২০১১। তিনটেই পঞ্চাশ ওভারের। যার মধ্যে ’৮৭ বিশ্বকাপ ফাইনাল বসেছিল ইডেনে।

তার পর এই প্রথম ইডেনে কোনও বিশ্বকাপ ফাইনাল হতে চলেছে।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল।

এবং ভারতের মাটিতে প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ টুর্নামেন্টের ফাইনালের মতোই এ দেশে অনুষ্ঠেয় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের শ্রেয়ও পাচ্ছে ইডেন!

টুর্নামেন্টের পুরো ক্রীড়াসূচি এখনও চূড়ান্ত না হোক, যেহেতু ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত হবে ঠিক আছে, সে জন্য স্বভাবতই ইডেনে ফাইনাল যে আগামী ৩ এপ্রিলই, সেটা এখনই বলে দেওয়া যায়।

ছিয়ানব্বই বিশ্বকাপ ফাইনাল হয়েছিল লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে। ২০১১ বিশ্বকাপ ফাইনাল হয় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

এ দিন নয়াদিল্লিতে বিসিসিআই ঘোষণা করেছে, আগামী বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে মোট আট শহরে। কলকাতা ছাড়াও ম্যাচ হবে বেঙ্গালুরু, চেন্নাই, ধর্মশালা, মোহালি, মুম্বই, নাগপুর, নয়াদিল্লিতে। বোর্ড সূত্রের খবর, দু’টি সেমিফাইনাল খুব সম্ভবত মুম্বইয়ের ওয়াংখেড়ে আর নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় হবে।

বোর্ডসচিব অনুরাগ ঠাকুর বলেন, ‘‘কোটলায় শেষমেশ যদি সেমিফাইনাল না হয়, সেক্ষেত্রে ভারতের একটা মার্কি ম্যাচ, যেমন ভারত বনাম পাকিস্তান দিল্লিতে করা হবে।’’ আর ধর্মশালায় যে ভারত কোনও কোয়ালিফায়ার দেশের বিরুদ্ধে একটা ম্যাচ খেলবে সেটাও এ দিনই জানিয়ে দিয়েছেন বোর্ডসচিব।

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ এই প্রথম হতে চললেও আইসিসির এই টুর্নামেন্টের প্রথম বারের চ্যাম্পিয়ন (২০০৭) মহেন্দ্র সিংহ ধোনির ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন