Eden Gardens

ইডেনে চলছে প্রস্তুতি, অনিশ্চিত মুম্বইয়ের ম্যাচ

ইডেন যখন সেজে উঠছে ৪ নভেম্বর ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের জন্য, তখন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই সিরিজের চতুর্থ ওয়ান ডে ম্যাচ হবে কি না তা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ০৪:০৫
Share:

নজরে: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির জন্য সেজে উঠছে ইডেন। মঙ্গলবার। ছবি: সুদীপ্ত ভৌমিক।

ইডেন যখন সেজে উঠছে ৪ নভেম্বর ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের জন্য, তখন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই সিরিজের চতুর্থ ওয়ান ডে ম্যাচ হবে কি না তা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Advertisement

ইতিমধ্যেই উইকেট ও মাঠের মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে ইডেনে। টিকিটও ছাপা প্রায় সম্পূর্ণ। পুজোর পরে তা বিতরণও শুরু হবে। সেই ম্যাচের জন্য চলছে গ্যালারি মেরামতির কাজও। কাজ চলছে এল ব্লকের গ্যালারিতে। শুরু হয়ে গিয়েছে ইডেনের স্কোরবোর্ড ঢালাই করার কাজও। দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই কালীপুজোর আগে ইডেনে আবার হয়তো দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। খেলতে দেখা যেতে পারে ড্যারেন ব্র্যাভো, কায়রন পোলার্ড, কার্লোস ব্র্যাথওয়েটদেরও।

ইডেনে যখন এই সাজগোজের পালা চলছে, তখন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা-জেসন হোল্ডার-রা আদৌ নামতে পারবেন কি না তা নিয়েই তৈরি হয়েছে বড়সড় জট। শোনা যাচ্ছে, বোর্ড ও মুম্বই ক্রিকেট সংস্থার (এমসিএ) কর্তারা আলোচনা করেও এই সমস্যার কোনও সমাধান করতে পারেননি।

Advertisement

এক এমসিএ কর্তা জানিয়েছেন, তাঁদের সংস্থার কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)-র মেয়াদ ১৫ সেপ্টেম্বর শেষ হয়ে যাওয়ায় আপাতত কারও আর্থিক লেনদেনের অধিকার নেই। তাই মাঠে বিজ্ঞাপনের কাজ করার দায়িত্ব দেওয়ার জন্য কোনও টেন্ডার ডাকাও সম্ভব হচ্ছে না। ভারতীয় বোর্ড অবশ্য আস্থা হারাচ্ছে না। তাদের বিশ্বাস, ২৯ অক্টোবর ওয়াংখেড়ে স্টেডিয়ামেই চতুর্থ ওয়ান ডে আয়োজন করার রাস্তা বার
করা যাবে।

মঙ্গলবার সংবাদ সংস্থাকে এমসিএ-র এক কর্তা বলেছেন, ‘‘ভারতীয় বোর্ডের এক শীর্ষকর্তার অনুরোধে আমরা এই নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করতে যাই। তাঁকে জানানো হয় যে, এই মুহূর্তে আমাদের আর্থিক লেনদেন করার অধিকার কোনও কর্তারই নেই। তাই টেন্ডার ডাকা সম্ভব হচ্ছে না।’’

যদিও ভারতীয় বোর্ডের সিওএ প্রধান বিনোদ রাইয়ের বিশ্বাস, দ্রুত এই সমস্যার সমাধান করতে পারবে এমসিএ। মঙ্গলবার তিনি বলেন, ‘‘আমি এখনও বলছি না যে মুম্বই থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হবে। তবে ওরা বেশ কিছু সমস্যার কথা জানিয়েছে। আমার বিশ্বাস, এই সমস্যার সমাধানও রয়েছে।’’

ভারতীয় বোর্ডের আর এক কর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই এমসিএ-র সচিব উন্মেষ খানউইলকর মুম্বই হাইকোর্টের কাছে ম্যাচ আয়োজন করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করার আবেদন জানিয়েছেন। এক সূত্র জানিয়েছে, ‘‘যে বিশেষ কমিটি গঠন করার আবেদন করেছেন এমসিএ সচিব, সেই আবেদন সুপ্রিম কোর্টের কাছে করতে বলেছে মুম্বই হাইকোর্ট। ওঁরা সেখানে যান কি না সেটাই দেখার।’’ তিনি আরও বলেন, ‘‘ম্যাচ পরিচালনা করা গেলে কমপ্লিমেন্টারি টিকিটের সমস্যাও মেটানোর কথা জানিয়েছে বোর্ড।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন