আচমকা বরখাস্ত আর্জেন্তিনার কোচ বাউজা

বিশ্বকাপ বাছাই পর্বে একের পর এক খারাপ ফলের কারণে বরখাস্ত হলেন আর্জেন্তিনা কোচ এদগার্দো বাউজা। গত তিন বছরে তিনটে ফাইনালে উঠলেও হঠাৎ করেই যেন ফর্ম হারিয়েছে আর্জেন্তিনা দল। দুর্বল বলিভিয়া হোক বা প্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০৩:৪৮
Share:

হতাশ: একের পর এক ব্যর্থতাতেই সরানো হল বাউজাকে। ফাইল চিত্র

বিশ্বকাপ বাছাই পর্বে একের পর এক খারাপ ফলের কারণে বরখাস্ত হলেন আর্জেন্তিনা কোচ এদগার্দো বাউজা।

Advertisement

গত তিন বছরে তিনটে ফাইনালে উঠলেও হঠাৎ করেই যেন ফর্ম হারিয়েছে আর্জেন্তিনা দল। দুর্বল বলিভিয়া হোক বা প্রতিদ্বন্দ্বী ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের অধিকাংশ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্তিনাকে। দলকে দ্রুত ফর্মে ফেরাতে তাই কোপ পড়ল বাউজার ওপর।

আর্জেন্তিনা ফুটবল সংস্থার নতুন প্রেসিডেন্ট ক্লডিও তাপিয়া আলোচনায় বসেন কর্তাদের সঙ্গে। দলের এত খারাপ ফলের পিছনে কোচকেই দায়ী করা হয়। বৈঠক শেষে সরকারি ভাবে তাপিয়া জানিয়ে দেন, বাউজাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্তিনা।

Advertisement

কয়েক দিন আগে বাউজা জানিয়েছিলেন, আর্জেন্তিনার খারাপ রেজাল্ট সত্ত্বেও তাঁর চাকরি যাওয়ার ভয় নেই। তাতেও শেষরক্ষা হল না। তাপিয়া বলছেন, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি বাউজাকে আর জাতীয় দলের কোচ রাখা হবে না।’’

ফুটবলবিশ্ব জুড়ে এখন অবশ্য একটাই প্রশ্ন, আর্জেন্তিনার নতুন কোচ কে হবেন? দৌড়ে আপাতত এগিয়ে রয়েছেন সেভিয়া কোচ জর্জ সাম্পাওলি। শোনা যাচ্ছে, সাম্পাওলির কোচিং পদ্ধতির ভক্ত মেসি। জল্পনা তুঙ্গে ছিল, আগামী মরসুমে বার্সার নতুন কোচ হিসেবেও সাম্পাওলির নাম প্রস্তাব করেছিলেন এল এম টেন। কিন্তু এএফএ কর্তাদের মতে সাম্পাওলি দলকে আবার জয়ের পথে ফেরাতে পারবেন।

চলতি মরসুমে লা লিগায় সেভিয়ার দায়িত্বে রয়েছেন সাম্পাওলি। সেভিয়ার এক কর্তা জোসে কাস্ত্রো জানিয়েছেন, এখনও আর্জেন্তিনার তরফ থেকে ক্লাবের কাছে সরকারি কোনও প্রস্তাব আসেনি। ‘‘আমার তো মনে হয় সাম্পাওলি খুব খুশি সেভিয়ায়। ও আগেও বলছে অন্য অনেক ক্লাব থেকে প্রস্তাব পেয়েছে কিন্তু সেভিয়াতে থাকতে চায়,’’ বলছেন কাস্ত্রো। সেভিয়া কর্তা এ রকম মন্তব্য করলেও অবশ্য সাম্পাওলির চুক্তিতে ১.৮ মিলিয়ন পাউন্ডের ‘রিলিজ ক্লজ’ আছে। অর্থাৎ কেউ যদি সেই টাকাটা দেয় তা হলে সেভিয়া আর আটকাতে পারবে না সাম্পাওলিকে। কাস্ত্রো বলছেন, ‘‘হ্যাঁ সাম্পাওলির চুক্তিতে রিলিজ ক্লড আছে। কিন্তু বর্তমানে সেটা সবার চুক্তিতেই থাকে।’’

আর্জেন্তিনার কোচ হিসেবে বাউজার অধীনে বিশ্বকাপ বাছাই পর্বের আট ম্যাচে আর্জেন্তিনা তিনটে জয় পেয়েছে। আর্জেন্তিনা কোচ হিসেবে বাউজা একটা কারণের জন্যই মনে থেকে যাবেন— লিওনেল মেসিকে অবসর ভাঙিয়ে ফের দেশের জার্সিতে ফেরানোয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement