বেটন কাপ ফাইনালে আজ আট বিশ্বকাপার

বেটন কাপের ফাইনালে রবিবার মুখোমুখি লড়াই আট বিশ্বকাপারের। সাই কমপ্লেক্সের নতুন অ্যাস্ট্রোটার্ফে  শনিবার দু’টি সেমিফাইনালেও দেখা গেল ললিত উপাধ্যায়, হরমনজিৎ সিংহ, হার্দিক সিংহদের অসাধারণ খেলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ০২:২৩
Share:

তারকা: দলকে ফাইনালে তুললেন বিশ্বকাপার ললিত। নিজস্ব চিত্র

বেটন কাপের ফাইনালে রবিবার মুখোমুখি লড়াই আট বিশ্বকাপারের। সাই কমপ্লেক্সের নতুন অ্যাস্ট্রোটার্ফে শনিবার দু’টি সেমিফাইনালেও দেখা গেল ললিত উপাধ্যায়, হরমনজিৎ সিংহ, হার্দিক সিংহদের অসাধারণ খেলা। ভূবনেশ্বরে সদ্য সমাপ্ত বিশ্বকাপ খেলে আসা ললিত আর হার্দিক নিজেদের দলের হয়ে জোড়া গোল করলেন। সঙ্গে হরমনজিৎ গোল করলেন পেনাল্টি কর্ণার থেকে।

Advertisement

বিশ্বকাপারদের সৌজন্যে ইন্ডিয়ান অয়েল ও ভারত পেট্রোলিয়াম মুখোমুখি হল ফাইনালে। ললিতের দল ভারত পেট্রোলিয়াম ৩-০ হারাল কানাড়া ব্যাঙ্ককে। হরমনপ্রীত শুরুতে ভারত পেট্রোলিয়ামকে এগিয়ে দেওয়ার পরে পরপর দুটি গোল করেন ললিত। অন্য ম্যাচ একতরফা হল না। ইন্ডিয়ান অয়েল জিতল বেশ লড়ে। তারা ৫-৩ হারাল ওড়িশার ভূবনেশ্বর হস্টেলকে। ইন্ডিয়ান অয়েলের হয়ে গোল করলেন হার্দিক সিংহ (২), এস কে উথাপ্পা এবং গুরজিন্দর সিংহ (২)। দেশের দুই শক্তিশালী দল মুখোমুখি হওয়ায় ঐতিহ্যের বেটনের ফাইনালের দ্বৈরথ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে দুই দলেই। তার আঁচ পাওয়া গিয়েছে বিশ্বকাপার ললিত উপাধ্যায়ের কথায়। ম্যাচের পরে তিনি বলে দিলেন, ‘‘চ্যাম্পিয়ন হওয়া সহজ হবে না। কারণ ইন্ডিয়ান অয়েলে এমন সব খেলোয়াড় রয়েছে যারা সদ্য শেষ হওয়া বিশ্বকাপে খেলে এসেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন