আসছে ইংল্যান্ড, অক্টোবরে টেস্ট খেলবেন মুস্তাফিজরা

আগামী অক্টোবরে এ বছরের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। চলতি বছরে কেবলমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্টই খেলেছেন মুস্তাফিজরা। আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে তাঁদের পারফরম্যান্সও ছিল সা়ড়াজাগানো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ১৭:১৮
Share:

আগামী অক্টোবরে এ বছরের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। চলতি বছরে কেবলমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্টই খেলেছেন মুস্তাফিজরা। আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে তাঁদের পারফরম্যান্সও ছিল সা়ড়াজাগানো। নজরে এসেছিলেন মুস্তাফিজুর রহমান-সৌম্য সরকাররা। প্রথম বার আইপিএলে ডাক পেয়েই সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করতেও প্রধান ভূমিকা নেন মুস্তাফিজ। বছরভর ঘরেবাইরে ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করলেও আইসিসি সি়ডিউলের জেরে চলতি বছরে টেস্ট বা ওয়ানডে— কোনওটাই খেলার সুযোগ আসেনি বাংলাদেশের কাছে। তবে এ বার সে সুযোগ পাবেন তাঁরা। আগামী অক্টোবরেই ইংল্যান্ডের সঙ্গে দু’টি টেস্ট-সহ তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে বাংলা বাহিনী। বাংলাদেশের মাটিতে গত ২০১০-এ শেষ বার টেস্ট খেলেছিল ইংল্যান্ড।

Advertisement

আরও পড়ুন

মুস্তাফিজুর বিশ্ব ক্রিকেটের ট্যালেন্ট: মুরলীধরন

Advertisement

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছনোর কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। ৪ অক্টোবর ফতুল্লায় প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে তারা। এর পর মীরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে ৭ ও ৯ অক্টোবর প্রথম দু’টো ওয়ানডে খেলবে তারা। সিরিজের শেষতম ম্যাচে চট্টগ্রামে যাবে সফরকারী দল। ওয়ানডে সিরিজের শেষে সেখানেই প্রথম টেস্ট খেলবে অ্যালিস্টার কুকরা। ২০ অক্টোবর প্রথম টেস্ট শুরুর আগে অবশ্য পর পর দু’টি ওয়ার্ম-আপ ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবে ইংল্যান্ড। ২৮ অক্টোবর সফরের শেষ তথা দ্বিতীয় টেস্ট ঢাকায়। সেখান থেকেই ভারতে উড়ে যাবেন কুকরা। ২ নভেম্বর থেকে কোহালিদের বিরুদ্ধে সফর শুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন