Sports News

ইংলিশ প্রিমিয়ার লিগে হার আর্সেনাল, লিভারপুলের

শনিবার ইংলশ প্রিমিয়ার লিগে ছিল একগুচ্ছ গুরুত্বপূর্ণ খেলা। যেখানে প্রথম ম্যাচে চেলসি ৩-১ গোলে হারিয়ে দিল আর্সেনালকে। হারের মুখ দেখতে হল লিভারপুলকেও। তাও আবার হাল সিটির কাছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:১৬
Share:

চেলসির কাছে হেরে হতাশ আর্সেনাল। ছবি: রয়টার্স।

শনিবার ইংলশ প্রিমিয়ার লিগে ছিল একগুচ্ছ গুরুত্বপূর্ণ খেলা। যেখানে প্রথম ম্যাচে চেলসি ৩-১ গোলে হারিয়ে দিল আর্সেনালকে। হারের মুখ দেখতে হল লিভারপুলকেও। তাও আবার হাল সিটির কাছে। স্ট্যামফোর্ড ব্রিজে শনিবারের সন্ধ্যেয় ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নিয়েছিল চেলসি। ১৩ মিনিটে মার্কোস আলোন্সো এগিয়ে দেন ব্লু ব্রিগেডকে। পেড্রোর ক্রস থেকে আলোন্সোর জোড়ালো হেড আটকানোর সুযোগই পাননি আর্সেনাল গোলকিপার। এর পর কোস্তার সামনে সুযোগ চলে এলেও কাজে লাগাতে ব্যর্থ তিনি। চেলসি প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই। ৫৩ মিনিটে ব্লু ব্রিগেডকে এগিয়ে দেন এডে হ্যাজার্ড। ৮৫ মিনিটে আবার চেলসির গোল। ফ্যাব্রেগাস ৩-০ করার পর অতিরিক্ত সময়ে ব্যবধান কমান অলিভার গিরৌদ।

Advertisement

লিভারপুল বনাম হাল সিটি ম্যাচের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

অন্য ম্যাচে লিভারপুল হারল হাল সিটির কাছে। ম্যাচের ফল ২-০। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে অ্যালফ্রেড জনের গোলে এগিয়ে গিয়েছিল হাল সিটি। ৮৫ মিনিটে ২-০ করে গেলেন এল-হাজি। ম্যাচে তেমনভাবে লড়াইয়ে উঠতেই দেখা গেল না লিভারপুলকে। অন্যান্য ম্যাচে সাদারল্যান্ডের কাছে ৪-০ গোলে হারল ক্রিস্টাল প্যালেস। এভারর্টন ৬-৩ গোলে হারিয়ে দিল এএফসি বর্ণমাইথকে। সাদাম্পটন ১-৩ গোলে হেরে গেল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে। ওয়াটফোর্ড ২-১ গোলে হারিয়ে দিল বার্ণলেকে। ওয়েস্ট ব্রমউইচের কাছে ১-০ গোলে হারল স্টোক সিটি। লিগ তালিকা ৫৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছে চেলসি। ৪৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। একই পয়েন্ট নিয়ে তিন নম্বরে আর্সেনাল। ৪৬ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল ও পাঁচে ম্যানচেস্টার সিটি।

Advertisement

আরও খবর: আইজলকে হারিয়ে ইস্টবেঙ্গলকে ছুয়ে ফেলল মোহনবাগান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন