অতিরিক্ত সময়ের গোলে ওয়েলসকে হারাল ইংল্যান্ড

শুরুটা করেছিল ওয়েলস। কিন্তু শেষ করল ইংল্যান্ড। ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যে সুযোগ এসে গিয়েছিল ইংল্যান্ডের সামনে। আজ না জিতলে স্টার্লিংয়ের এই মিসই হারের কারণ হয়ে যেত। প্রথমার্ধেই দারুণ সেভ করলেন ওয়েলস গোলকিপার হেনেসে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ০৩:১৮
Share:

শুরুটা করেছিল ওয়েলস। কিন্তু শেষ করল ইংল্যান্ড। ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যে সুযোগ এসে গিয়েছিল ইংল্যান্ডের সামনে। আজ না জিতলে স্টার্লিংয়ের এই মিসই হারের কারণ হয়ে যেত। প্রথমার্ধেই দারুণ সেভ করলেন ওয়েলস গোলকিপার হেনেসে। প্রথমার্ধের শেষেই ওয়েলসকে এগিয়ে দেন গ্যারেথ বেল। ৩৫ গজ দূর থেকে বেলের ফ্রি কিক ইংল্যান্ড ওয়ালের উপর দিয়ে চলে যায় গোলে।

Advertisement

১-০ গোলে এগিয়েই প্রথমার্ধ শেষ করে ওয়েলস। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোলের সুযোগ এসে গিয়েছিল ইংল্যান্ডের সামনে। কিন্তু ওয়েলস গোলের নিচে আবারও সেই হেনেসেই রক্ষা পায় দূর্গ। কিন্তু শেষরক্ষা হল না। ৫৭ মিনিটে ভার্ডির গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। যখন মনে হচ্ছে ম্যাচের ফল ১-১ এই শেষ হবে তখনই বাজিমাত ইংল্যান্ডের। ৯০+২ মিনিটে স্টুরিজের গোলে বাজিমাত ইংল্যান্ডের।

আরও খবর

Advertisement

হারিয়ে গিয়ে ফিরে আসার রূপকথার নাম পায়েত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement