কপিল থেকে আক্রম, সবাই আশা দেখছেন ইমরান নিয়ে

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ককে তাঁর নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। বৃহস্পতিবার এবিপি নিউজ-কে কপিল দেব নিখাঞ্জ বলেছেন, ‘‘এটা একটা দারুণ কৃতিত্বের ব্যাপার। দেশের সামনে ক্রিকেট খেলাটা কিছুই নয়। তবে এটা বলব, বিশ্বকাপ জেতার সময় ইমরান যে রকম আবেগপ্রবণ ছিল, এখনও সে রকমই আছে। আশা করব, ওর এই সাফল্য দেশের উপকারে লাগবে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ০৩:১৭
Share:

শুভেচ্ছা: নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন। টুইট করলেন আক্রম।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হওয়ার পরে সীমান্তের এ পার-ও পারের ক্রিকেট মহল থেকে ভেসে আসছে নানা প্রতিক্রিয়া। কারণ প্রধানমন্ত্রীর নাম যে ইমরান খান। কোথাও তাঁর প্রাক্তন সতীর্থ, কোথাও তাঁর এক সময়কার প্রতিদ্বন্দ্বী— প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে অনেকের কাছ থেকেই।

Advertisement

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ককে তাঁর নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। বৃহস্পতিবার এবিপি নিউজ-কে কপিল দেব নিখাঞ্জ বলেছেন, ‘‘এটা একটা দারুণ কৃতিত্বের ব্যাপার। দেশের সামনে ক্রিকেট খেলাটা কিছুই নয়। তবে এটা বলব, বিশ্বকাপ জেতার সময় ইমরান যে রকম আবেগপ্রবণ ছিল, এখনও সে রকমই আছে। আশা করব, ওর এই সাফল্য দেশের উপকারে লাগবে।’’

রাজনীতিতে ইমরান যে শৃঙ্গে পৌঁছলেন, সেখানে আজ পর্যন্ত কোনও খেলোয়াড় পৌঁছতে পারেননি, তা মনে করিয়ে দিচ্ছেন কপিল দেব। তিনি বলেন, ‘‘প্রথমে মাঠে দেশের প্রতিনিধিত্ব করা। তার পরে সেই দেশের সর্বময় নেতা হয়ে ওঠা— এটা একটা দারুণ ব্যাপার।’’

Advertisement

ইমরান ক্ষমতায় আসার পরে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক কোন দিকে যেতে পারে? প্রশ্নের জবাবে কপিল বলেছেন, ‘‘ইমরান যে-হেতু ক্রিকেটার ছিল, তাই মনে হয় ও পরিস্থিতির উন্নতির ওপরই জোর দেবে। ক্রিকেট মহলও সে ব্যাপারে একমত। তবে আমার মনে হয়, তার আগে মাঠের বাইরের পরিস্থিতি উন্নত করার ওপর নজর দিতে হবে।’’ পাশাপাশি কপিল আরও বলেন, ‘‘ইমরান অনেক বারই ভারতে এসেছে। ও আমাদের ক্রিকেট প্রেম সম্পর্কে ভালই ওয়াকিবহাল। ও হয়তো দু’দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নত করার ওপরে নজর দেবে। আর সেটা যদি ক্রিকেটের সাহায্যে করা যায়, তা হলে আমরা, ক্রিকেটারেরা খুব খুশি হব।’’ ইমরানকে অভিনন্দন জানিয়ে একের পর এক টুইট করেছেন তাঁর প্রাক্তন সতীর্থেরা। বাইশ গজে বিশ্বজয়ের ক্ষেত্রে ইমরানের অন্যতম প্রধান অস্ত্র যিনি ছিলেন, সেই ওয়াসিম আক্রমের মন্তব্য, ‘‘তোমার নেতৃত্বে আমরা ১৯৯২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। তোমার নেতৃত্বেই আমরা আবার একটি মহান দেশ হয়ে উঠতে পারি।’’ বৃহস্পতিবারই দেশের নতুন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তাঁকে অভিনন্দন জানিয়ে এসেছেন আক্রম। রাতে প্রাক্তন বাঁ হাতি পেসার টুইট করেন, ‘‘দেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালাম। সব কিছুই সরকারি রীতি মনে হল। তবে আমি এখনও ইমরানকে
অধিনায়কই বললাম।’’

রামিজ রাজা লিখেছেন, ‘‘নেতা হিসেবে ইমরানের চেয়ে ভাল উদাহরণ আর কে হতে পারে? সুপার স্টার হিসেবে ওর তুলনা মেলা ভার। অথচ বাইশ বছর ধরে এই একটা লক্ষ্য এবং আদর্শের জন্য লড়াই করে গিয়েছে। ও সব সময়ই বাকিদের চেয়ে আলাদা। ইমরানকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে আমরা গর্বিত।’’

ইমরানকে অভিনন্দন জানিয়ে শাহিদ আফ্রিদির টুইট, ‘‘এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন। ২২ বছরের লড়াই এত দিনে সফল হল। এই সাফল্যটা ওর প্রাপ্য। তোমার কাছ থেকে পাকিস্তান অনেক কিছু প্রত্যাশা করে। আশা করব, তুমি আমাদের সামনে থেকেই
নেতৃত্ব দেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন