সম্পর্কের কোন গোপন কথা ফাঁস করলেন বীর পাহাড়িয়া এবং তারা সুতারিয়া? ছবি: সংগৃহীত।
অভিনেত্রী তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়ার প্রেমের কথা এত দিনে প্রায় সবাই জেনে গিয়েছেন। বছরের শুরুতেই নিজেদের সম্পর্কের আভাস সমাজমাধ্যমে দিয়েছিলেন অভিনেত্রী। এ বার ফাঁস করলেন তাঁদের সম্পর্কের এক গোপন কথা। বললেন প্রথম বার ‘ডেট’-এ কোথায় গিয়েছিলেন তাঁরা? একসঙ্গে প্রথম কোথায় ঘুরতে গিয়েছিলেন যুগলে?
তারার ফ্যাশন শো-এ বীরের উপস্থিতি প্রশ্ন তৈরি করেছিল দর্শকের মনে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কোনও দিনই রাখঢাক করেননি তারা। প্রথম ‘ডেট’-এর প্রসঙ্গ উঠতেই তারার উত্তর, “প্রথম দিনেই মনে হয়েছিল ওকে বহু বছর ধরে চিনি। মনের টান তৈরি হয়েছিল।” নায়িকার কথাতেই সায় প্রেমিক বীরেরও । তিনি বলেন, “প্রথম ডেটে সারারাত আমি পিয়ানো বাজিয়েছিলাম। আর গান গেয়েছিল তারা। সূর্যোদয় অবধি গান থামায়নি ও। এক অন্য ধরনের পরিবেশ তৈরি হয়েছিল।”
প্রথম বার একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। পারিবারিক প্রথা মেনে ইটালির এক দ্বীপে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। অভিনেত্রী বলেন, “আমার মা বলেন প্রিয় বন্ধু বা ভালবাসার মানুষকে প্রথম বার ইটালির এই দ্বীপে নিয়ে গেলে সেই সম্পর্ক চিরজীবন স্থায়ী হয়ে থাকে। তেমনই আমরা করেছিলাম। প্রথম বার আমল্ফি কোস্টে বেড়াতে গিয়েছিলাম আমরা।” মাঝে মাঝেই নিজেদের বিশেষ মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। বীরকে শেষ বার দেখা গিয়েছিল অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ ছবিতে। কবে বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা? সেই উত্তর যদিও অধরা।