Tara Sutaria

‘আমি খুব সুখে আছি’, প্রেমিকের সঙ্গে চাঁদ দেখেন! বীরের সঙ্গে প্রেমে সিলমোহর তারার?

তারার জীবনে এসেছে নতুন প্রেম। অভিনেতা বীর পাহাড়িয়ার সঙ্গে নাকি প্রেমে মজেছেন তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২০:১৫
Share:

বীরের সঙ্গে প্রেমে সিলমোহর তারার? ছবি: সংগৃহীত।

প্রেমিকের সঙ্গে চাঁদের দিকে তাকিয়ে থাকেন তারা সুতারিয়া। অভিনেত্রীর সৌন্দর্যে কুপোকাত অনেকেই। কিন্তু তাঁর মনে জায়গা করে নিয়েছেন কে? এই নিয়ে গত কয়েক দিন ধরে বি-টাউনে জল্পনা তুঙ্গে। কয়েক মাস আগে আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পরে মন ভেঙেছিল তারার। তার পরে কেটে ফেলেছিলেন একঢাল লম্বা চুল। তবে ইতিমধ্যেই তারার জীবনে এসেছে নতুন প্রেম। অভিনেতা বীর পাহাড়িয়ার সঙ্গে নাকি প্রেমে মজেছেন তারা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা জানালেন, প্রেমিকের সঙ্গে কী ভাবে সময় কাটান। একসঙ্গে আকাশের দিকে চেয়ে চাঁদ দেখেন তাঁরা। সম্পর্কের বিষয়ে প্রশ্ন করতেই লাজে রাঙা হয়ে ওঠেন অভিনেত্রী। তবে চর্চিত প্রেমিকের নাম প্রকাশ করেননি তিনি। শুধু বলেছেন, “আমি এই মুহূর্তে খুব সুখে আছি। আমি ভীষণ আনন্দিত, মনে হয় যেন চাঁদের উপরে রয়েছি।” প্রেমিকের সঙ্গে কি চাঁদ দেখেন তিনি? উত্তরে তারা বলেন, “হ্যাঁ, এ এক দারুণ অভিজ্ঞতা।”

তারা জানান, তিনি প্রেমে থাকতে ভালবাসেন। তাঁকে নিয়ে কেউ ভাবছেন, তাঁর কথায় মনোযোগ দিচ্ছেন, তাঁকে সময় দিচ্ছেন, এই অনুভূতি তাঁর খুব প্রিয়। তিনি বলেন, “আমি প্রেমে থাকতে ভালবাসি। এই অনুভূতি সেরা। এই অনুভূতির সঙ্গে মনে হয় না আর কোনও কিছুর তুলনা করা যায়। একা বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা দারুণ। কিন্তু ভালবাসার মানুষের সঙ্গে বেড়াতে যাওয়ার অনুভূতি আরও অসাধারণ। সব কিছুর উপর থেকে দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে ভালবাসা।”

Advertisement

তারার অভিব্যক্তিতেই প্রকাশ পায়, তিনি প্রেমে ডুবে আছেন। তাই অভিনেত্রী বলেন, “আমি মনে করি, ভালবাসার চেয়ে বড় কিছু হতে পারে না। কেরিয়ারও ভালবাসার আগে থাকতে পারে না। যাঁরা এটা বোঝেন না, তাঁরা কখনও প্রেমে থাকেননি।”

গত মে মাস থেকে প্রেম শুরু তারা ও বীরের। একসঙ্গে একটি ফ্যাশন শোয়ের মার্জার সরনিতেও হাঁটেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement