ISL 3

আইএসএল-এর সব থেকে টানটান ম্যাচ দেখল দিল্লি

অ্যাওয়ে ম্যাচে যে ভাবে শুরু করেছিল মুম্বই সিটি এফসি তাতে মনে হচ্ছিল শুরু থেকেই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিলেন সনি নর্ডি, শেহনাজ সিংহরা। কিন্তু টানটান উত্তেজনার ম্যাচ শেষ হল ৩-৩ গোলের থ্রিলারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ২৩:১২
Share:

গোল করছেন সনি নর্ডি। ছবি: ফেসবুক।

দিল্লি ৩ (গাডজে, বাদজি, মার্সেলিনহো)

Advertisement

মুম্বই ৩ (ভাডোজ-২, নর্ডি)

অ্যাওয়ে ম্যাচে যে ভাবে শুরু করেছিল মুম্বই সিটি এফসি তাতে মনে হচ্ছিল শুরু থেকেই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিলেন সনি নর্ডি, শেহনাজ সিংহরা। কিন্তু টানটান উত্তেজনার ম্যাচ শেষ হল ৩-৩ গোলের থ্রিলারে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৩৩ ও ৩৮ মিনিটে পর পর গোল করে মুম্বইকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন ভাডোজ। প্রথমার্ধ শেষ হয়েছিল এই ব্যবধানেই। বরং প্রথমার্ধে দিল্লির মধ্যে ঘুরে দাঁড়়ানোর কোনও চেষ্টাই দেখা যায়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল দিল্লিরই।

Advertisement

৫১ মিনিটে গোল করে ব্যবধান কমালেন রিচার্ড গাডজে। ম্যাচের রাশ নিজেদের দখলে নেওয়ার বদলে ঘরের মাঠে তৃতীয় গোল হজম করে বসে দিল্লি। ৬৯ মিনিটে সনি নর্ডির গোলে ৩-১ করে ফেলে মুম্বই। এই ব্যবধান ধরে রাখতে পারবে না মুম্বই সেটা হয়তো স্বপ্নেও ভাবেনি দলের কেউ। এর পরই ম্যাচের রাশ নিজেদের দখলে নিতে শুরু করে হোম টিম।

এটাই ছিল এই মরসুমে ঘরের মাঠে দিল্লির দ্বিতীয় ম্যাচ। সমর্থকদের জন্য হার রেখে যেতে চাননি শৌভিক, মালুদারা। তৃতীয় গোল হজম করার পর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে রাজধানীর দল। ৭৬ মিনিটে ৩-২ করেন বাদারা বাদজি। ৬৬ মিনিটেই মৌরার বদলে মাঠে নেমেছিলেন বাদজি। নেমেই কাজের কাজটি করে গেলেন তিনি। এর পরই পেনাল্টি পেয়ে যায় দিল্লি। ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দিল্লিকে সমতায় ফেরান মার্সেলো পেরেরা। ৩-৩ হয়ে যাওয়ার পর আর জয়ের জন্য ঝাঁপাতে পারেনি কোনও দলই। ২-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করা মুম্বই ম্যাচ শেষ করল ৩-৩ গোলে।

আরও খবর

আইএসএল: কলকাতা বনাম গোয়া ম্যাচ ছবিতে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement