টিভি নয়, লা লিগার ম্যাচ এখন থেকে শুধু ফেসবুকে

শনিবার রাতে আলাভেজের বিরুদ্ধে লিয়োনেল মেসির নেতৃত্বে মাঠে নামবে বার্সেলোনা। কিন্তু ভারতীয় টিভি দর্শকেরা সেই ম্যাচ দেখতে পারবেন না! কারণ এ বছর থেকে লা লিগার সম্প্রচার আর হবে না ভারতীয় টিভি চ্যানেলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৮ ০৬:২৭
Share:

বিতর্ক: লা লিগায় মেসির খেলা এখন দেখতে হবে ইন্টারনেটে।

শনিবার রাতে আলাভেজের বিরুদ্ধে লিয়োনেল মেসির নেতৃত্বে মাঠে নামবে বার্সেলোনা। কিন্তু ভারতীয় টিভি দর্শকেরা সেই ম্যাচ দেখতে পারবেন না! কারণ এ বছর থেকে লা লিগার সম্প্রচার আর হবে না ভারতীয় টিভি চ্যানেলে। এখন থেকে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মধ্যে সেই ঐতিহাসিক এল ক্লাসিকো বা মেসি-সুয়ারেস-লুকা মদ্রিচদের খেলা দেখতে হলে ইন্টারনেটের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই ভারতীয় ফুটবলপ্রেমীদের।

Advertisement

তিন বছরের জন্য ফেসবুকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে লা লিগা। যেখানে ভারত-সহ আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মলদ্বীপ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানে ফেসবুক মারফত লা লিগার খেলা দেখা যাবে। এই মরসুমে লা লিগার প্রথম ম্যাচ ১৭ অগস্ট।

এত দিন ধরে ভারতে লা লিগার খেলা দেখাত সোনি পিকচার্স নেটওয়ার্কস। জানা যাচ্ছে, তাদের সঙ্গে এ বছরই চুক্তি শেষ হয়ে যায় লা লিগার। যার পরে আর সেই চুক্তি নবীকরণ করতে চায়নি স্প্যানিশ ফুটবল সংস্থা। কিন্তু টিভি ছেড়ে কেন ইন্টারনেটের জগতে? খোঁজ নিয়ে জানা যাচ্ছে, লা লিগার কর্তারা মনে করছেন, ফেসবুকের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে তাঁরা পৌঁছতে পারবেন। ঘটনার সঙ্গে জড়িত থাকা এক জন বলছিলেন, ‘‘হিসেব করে দেখা গিয়েছে ভারতে নিয়মিত ফেসবুক ব্যবহার করে, এমন সংখ্যাটা ২৭ কোটিরও বেশি। ভারতের মতো এই বিশাল সংখ্যা খুব কম দেশেই আছে। তাই মনে করা হচ্ছে, ফেসবুকে ম্যাচ দেখানো হলে, তা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবে। পাশাপাশি, ফেসবুক এই ম্যাচ দেখানোর জন্য ব্যবহারকারীদের কাছে থেকে কোনও অর্থ নেবে না।’’

Advertisement

লা লিগা বরাবরই ভারতীয় বাজার ধরার চেষ্টা করে এসেছে। যে জন্য তারা এল ক্লাসিকোর মতো মেগা ম্যাচও স্প্যানিশ সময় দুপুর দু’টোয় করেছে। এ বার তাদের লক্ষ্য প্রধানত ভারতের ‘মোবাইল প্রজন্ম।’ যাঁরা যেখানেই থাক না কেন, মোবাইল, ট্যাবলেট মারফত ম্যাচ দেখতে পারবেন। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস এক বিবৃতিতে বলেছেন, ‘‘এ বার ভারতীয় উপ-মহাদেশের মানুষের কাছে আরও বেশি করে আমরা পৌঁছতে পারব। ফেসবুক মারফত ওখানকার মানুষ বিনামূল্যে লা লিগার ম্যাচ দেখতে পারবেন।’’

কিন্তু ভারতীয় দর্শক মহলে আপাতত ব্যাপারটা খুব একটা সাড়া ফেলেনি। বরং সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠে গিয়েছে, ভারতে অনেক জায়গায় ইন্টারনেট মাধ্যমের যা গতি, তাতে মসৃণ ভাবে ম্যাচ দেখা যাবে কি না। ইতিমধ্যেই ইন্টারনেটে এক গণ আবেদন শুরু হয়েছে। যেখানে বলা হয়েছে, টিভি-তে ম্যাচ না দেখালে ভারতীয় ফুটবলপ্রেমীরা লা লিগার খেলা দেখা থেকে বঞ্চিত হবেন। যে আবেদনে মঙ্গলবার রাত ন’টা পর্যন্ত ৫,৮০০ মানুষ সই করেছেন।

টিভি-তে লা লিগার ম্যাচ না দেখানোয় কতটা বঞ্চিত হবেন ফুটবলপ্রেমীরা?

জাতীয় দল এবং মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য বলেন, ‘‘আমার নিজের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই। আমার সমসাময়িক অনেকেরই নেই। টিভি-তে ম্যাচ দেখানো না হলে আমরা সত্যিই বঞ্চিত হব। টিভি-তে ফুটবল দেখা আর মোবাইলের স্ক্রিনে ম্যাচ দেখার মধ্যে আকাশ-পাতাল তফাত।’’ সুব্রত আরও বলেন, ‘‘ফুটবলটা অনেকাংশে দেখে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা। অনেক গ্রাম-গঞ্জে খুদে ফুটবলাররা মেসিদের খেলা দেখে কিছুটা শেখার চেষ্টা করে। পারে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু একটা আগ্রহ থাকে। সে সব জায়গায় কি সবার হাতে স্মার্ট ফোন, স্মার্ট টিভি বা হাইস্পিড ইন্টারনেট থাকবে?’’

তা হলে কি আগামী তিন বছর আর কোনও ভাবেই টিভি-তে লা লিগা দেখা সম্ভব নয়? ফেসবুকের অন্যতম কর্তা পিটার হাটন সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘আমরা যে কোনও সম্প্রচারকারী সংস্থার সঙ্গে কাজ করতে পারি। লা লিগার ৩৮০টা ম্যাচ ফেসবুকে দেখা যাবে। তার পরে আমরা আর কারও সঙ্গে কাজ করতেও পারি।’’ সেক্ষেত্রে সোনি টিভি কি ম্যাচ দেখাতে চাইবে? সোনি পিকচার্স নেটওয়ার্কসের মুখপাত্র মুরলী শশীধরন ফোনে বলেন, ‘‘সব কিছুই এখন ফেসবুকের ওপর নির্ভর করবে। আমাদের হাতে কিছু নেই। আমরা এইটুকু বলতে পারি, লা লিগার সঙ্গে আমাদের চুক্তি শেষ হয়ে গিয়েছে। তবে তার জন্য সোনি নেটওয়ার্কের কোনও সমস্যা হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন