ব্যারিকেড ভেঙে নেইমার বরণ ভক্তের

শেষ পাঁচ ম্যাচে পাঁচ জয়। যোগ্যতা অর্জন টেবলের শীর্ষে। তিতের অধীনে ব্রাজিল যেন আবার সেই চেনা সাম্বার ছন্দে। গ্যালারিকে যেমন মন্ত্রমুগ্ধ করছে। আবার বিপক্ষদেরও ধ্বংস করছে সেলেকাওরা। বুধবার ভারতীয় সময় সকালে পেরু-র সামনে ব্রাজিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ০৪:১৩
Share:

পেরুর বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতি ব্রাজিলের। ছবি: এএফপি

শেষ পাঁচ ম্যাচে পাঁচ জয়। যোগ্যতা অর্জন টেবলের শীর্ষে।

Advertisement

তিতের অধীনে ব্রাজিল যেন আবার সেই চেনা সাম্বার ছন্দে। গ্যালারিকে যেমন মন্ত্রমুগ্ধ করছে। আবার বিপক্ষদেরও ধ্বংস করছে সেলেকাওরা।

বুধবার ভারতীয় সময় সকালে পেরু-র সামনে ব্রাজিল। এ দিন লিমা পৌঁছল তিতে সহ গোটা দল। স্বভাবতই ব্রাজিল হোটেলের সামনে ঢল নেমেছিল সেলেকাও ভক্তদের। ব্যারিকেড ভেঙে এক সমর্থক আবার জড়িয়ে ধরেন নেইমারকে। ওয়ান্ডারকিডকে জড়িয়ে ধরে আর ছাড়তে চান না সেই ভক্ত। নিরাপত্তারক্ষীদের মধ্যস্থতা করতে হয়। সেই ভক্তকে ঠেলে সরিয়ে দিয়ে নেইমারকে দ্রুত হোটেলে নিয়ে যান।

Advertisement

পাশাপাশি আবার পেরুর ম্যাচের আগে দলকে আরও উন্নতি করতে বললেন তিতে। আর্জেন্তিনা-কে ৩-০ হারিয়েও সন্তুষ্ট নন ব্রাজিল কোচ। ‘‘আমার কোচিংয়ে এখনও পাঁচটা ম্যাচে খেলেছি। আমরা ভাল খেলছি ঠিকই কিন্তু এখনও আরও উন্নতি করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement