কর বিতর্কে জেল হতে পারে মেসির বাবার

ছেলে বাঁচলেন। বাবা ফাঁসলেন। নতুন মোড় নিল লিওনেল মেসির কর ফাঁকি বিতর্ক। আইনের হাত থেকে লিও মেসি রেহাই পেলেও তাঁর বাবার হয়তো জেল হতে পারে। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, স্প্যানিশ আইনজীবীরা নাকি মেসির বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়েছেন। তাঁদের মতে, কর ফাঁকি দেওয়ার ব্যাপারে কিছুই জানতেন না মেসি। পুরো ঘটনার পিছনে আসল মস্তিষ্ক মহাতারকার বাবা জর্জ মেসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৫ ০২:৫৮
Share:

ছেলে বাঁচলেন। বাবা ফাঁসলেন। নতুন মোড় নিল লিওনেল মেসির কর ফাঁকি বিতর্ক। আইনের হাত থেকে লিও মেসি রেহাই পেলেও তাঁর বাবার হয়তো জেল হতে পারে। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, স্প্যানিশ আইনজীবীরা নাকি মেসির বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়েছেন। তাঁদের মতে, কর ফাঁকি দেওয়ার ব্যাপারে কিছুই জানতেন না মেসি। পুরো ঘটনার পিছনে আসল মস্তিষ্ক মহাতারকার বাবা জর্জ মেসি।

Advertisement

অভিযোগ অনুযায়ী, ২০০৭ থেকে ২০০৯-এর মধ্যে বার্সা মহাতারকা ৪.১ মিলিয়ন ইউরো কর দেননি। গোটা কেরিয়ারে মেসির এজেন্ট হিসেবে থেকেছেন তাঁর বাবা। তাই মেসির আর্থিক দায়দায়িত্ব তিনিই সামলাতেন বলে মনে করের স্প্যানিশ আইনজীবীরা। যদি আদালতে মামলা ওঠে, তা হলে সাক্ষ্য দিতে হবে মেসিকে। অভিযোগ প্রমাণিত হলে জর্জ মেসির আঠারো মাসের জেল হতে পারে। সঙ্গে ২ মিলিয়ন ইউরো জরিমানাও দিতে হতে পারে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement