জুরিখে ফিফা হেডকোয়ার্টারে তল্লাশি চালিয়ে নথিপত্র বাজেয়াপ্ত করল সুইস তদন্তকারী সংস্থা। তদন্তের কেন্দ্রে রয়েছেন বরখাস্ত সাধারণ সহ-সচিব মার্কাস ক্যাটনার এবং প্রাক্তন প্রেসিডেন্ট সেপ ব্লাটার। গত পাঁচ বছরে বেআইনি ভাবে ৮০ মিলিয়ন মার্কিন ডলার নেওয়ার অভিযোগ।