দু’বছর করে নির্বাসন কমল ব্লাটার-প্লাতিনির

দু’বছর করে নির্বাসন কমল ব্লাটার ও প্লাতিনির। ফিফা অ্যাপিল কমিটি এই সিদ্ধান্ত নিল। ফুটবল সম্পর্কিত সব রকম কাজ থেকে নির্বাসিত করা হয়েছে বিশ্ব ফুটবলের এই দুই বড় নামকে। কিন্তু যে অপরাধে তাঁদের শাস্তি হয়েছিল সেটা থেকে মুক্তি মিলল না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৯
Share:

দু’বছর করে নির্বাসন কমল ব্লাটার ও প্লাতিনির। ফিফা অ্যাপিল কমিটি এই সিদ্ধান্ত নিল। ফুটবল সম্পর্কিত সব রকম কাজ থেকে নির্বাসিত করা হয়েছে বিশ্ব ফুটবলের এই দুই বড় নামকে। কিন্তু যে অপরাধে তাঁদের শাস্তি হয়েছিল সেটা থেকে মুক্তি মিলল না। ফিফা সভাপতি ব্লাটার নির্বাসিত ১৭ বছরের জন্য ও উয়েফা সভাপতি প্লাতিনির নির্বাসন আট বছর থেকে কমে হল ছ’বছর।যদিও এই দু’জনের বাকি সব আবেদন খারিজ করে দিয়েছে এথিক্স কমিটি।২০১১ সালে প্লাতিনিকে কোনও চুক্তি ছাড়াই ব্লাটারের দু’মিলিয়ন ডলার দেওয়ার কথা সামনে আসতেই সব খোলসা হয়ে যায়। তার পরই শুরু হয় তদন্ত। এবং সেই তদন্তে দু’জনকেই দোযী পাওয়ায় তাঁদের নির্বাসিত করা হয়।

Advertisement

আরও খবর

এএফসি কাপে ফর্মে ফিরলেন গ্লেন, ৫ গোল মোহনবাগানের

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement