FIFA World Cup 2018

বেড়েছে পেনাল্টি, কমেছে লাল কার্ড!

শেষ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। দেখা গিয়েছে গ্রুপের ম্যাচে বেড়েছে পেনাল্টি, কমেছে লাল কার্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুন ২০১৮ ১৭:২৩
Share:

বিশ্বকাপে এবার বেড়েছে পেনাল্টি।

বিশ্বকাপের মোট ম্যাচের সংখ্যা ৬৪। তার মধ্যে শেষ ৪৮। গ্রুপ পর্বের এই ম্যাচগুলোর পর আজ থেকে শুরু নকআউট পর্ব।

Advertisement

এবারের গ্রুপ পর্বে মোট গোলের সংখ্যা ১২২। যা ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ-প্রতি গোলের সংখ্যার চেয়ে সামান্য কম। তবে তাতে খেলার আকর্ষণ কমেনি। কারণ অনেক ম্যাচেরই ফয়সালা হয়েছে শেষ মুহূর্তে। ৯০ মিনিট বা তার পর হয়েছে ১১ গোল। এর মধ্যে আটটি গোল জিতিয়েছে। আর তিনটি গোল সমতা ফিরিয়েছে।

রাশিয়ায় বেড়েছে পেনাল্টির সংখ্যা। চার বছর আগে ব্রাজিলে গ্রুপ পর্বে দেওয়া হয়েছিল ১৩ পেনাল্টি। ২০১০ বিশ্বকাপে দেওয়া হয়েছিল ১৫ পেনাল্টি। এবার রাশিয়ায় গ্রুপ পর্বে মোট পেনাল্টির সংখ্যা ২৪! যার নেপথ্যে অবশ্য ‘ভার’ বা রিভিউয়ের সিস্টেম।

Advertisement

গ্রুপ পর্বে হলুদ কার্ডের সংখ্যা ১৫৮। কিন্তু, লাল কার্ডের সংখ্যা মাত্র তিন। এটা বিশ্বকাপে সর্বকালীন রেকর্ডের মধ্যে পড়ছে। একমাত্র ১৯৮২ বিশ্বকাপেই গ্রুপ পর্যায়ে মাত্র তিনজন হলুদ কার্ড দেখেছিলেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে নয়জন লাল কার্ড দেখেছিলেন। ২০১০ সালে সংখ্যাটা ছিল ১৩। ২০০৬ সালে সেটাই ছিল ১৮।

আরও পড়ুন: স্রেফ ফ্রান্স নয়, মেসির লড়াই আজ নিজের সঙ্গেও

আরও পড়ুন: যে যে কারণে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন