মরসুমের প্রথম ডার্বি ৬ সেপ্টেম্বর

সেপ্টেম্বরের শুরুতেই কলকাতা লিগে দুই বঙ্গসন্তান কোচ বিশ্বজিত্ ভট্টাচার্য ও সঞ্জয় সেনের লড়াই হতে চলেছে। শনিবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন ‘এ’ সূচি ঠিক করে ফেলল আইএফএ। যে সূচি অনুযায়ী কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান মুখোমুখি হতে চলেছে ৬ সেপ্টেম্বর। তা-ও আবার যুবভারতী ক্রীড়াঙ্গনের নতুন টার্ফে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০৩:৩১
Share:

সেপ্টেম্বরের শুরুতেই কলকাতা লিগে দুই বঙ্গসন্তান কোচ বিশ্বজিত্ ভট্টাচার্য ও সঞ্জয় সেনের লড়াই হতে চলেছে। শনিবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন ‘এ’ সূচি ঠিক করে ফেলল আইএফএ। যে সূচি অনুযায়ী কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান মুখোমুখি হতে চলেছে ৬ সেপ্টেম্বর। তা-ও আবার যুবভারতী ক্রীড়াঙ্গনের নতুন টার্ফে।

Advertisement

আইএসএলের ধাক্কায় এমনিতেই দু’ভাগে ভেঙে দেওয়া হয়েছে কলকাতা লিগকে। কলকাতা লিগ ‘এ’ শুরু হতে চলেছে ৪ অগস্ট। তিন প্রধানের মধ্যে ৮ অগস্ট প্রথম খেলবে ইস্টবেঙ্গল। গত বার যে ম্যাচ দিয়ে শেষ হয় কলকাতা লিগ, সেটাই এ বার লাল-হলুদের প্রথম ম্যাচ। অর্থাত্ টালিগঞ্জ অগ্রগামী বনাম ইস্টবেঙ্গল। লাল হলুদ কোচ বিশ্বজিত্ ভট্টাচার্য বললেন, ‘‘প্রথম ম্যাচে টালিগঞ্জ যথেষ্ট ভাল দল। প্রতিটা ট্রফিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’’ আবার ৯ অগস্ট বারাসত স্টেডিয়ামে প্রথম ম্যাচে মোহনবাগান মুখোমুখি মহমেডানের। সবুজ মেরুন কোচ সঞ্জয় সেন বলেন, ‘‘আমরা অনেক দিন কলকাতা লিগ জিততে পারিনি। এ বার সর্বশক্তি লাগিয়ে দেব লিগ জিততে। শুরুটা ভাল করতে হবে।’’ ২৩ অগস্ট আবার ইস্টবেঙ্গল বনাম মহমেডান। তবে অগস্টের শেষেই হয়তো যুবভারতীর টার্ফ বদলের কাজ শেষ হবে। এ বার আবার মোহনবাগান, ইস্টবেঙ্গল মাঠ ছাড়া বহু দিন বাদে মহমেডান মাঠেও খেলা হবে। ক্লাব কর্তা রাজু আহমেদ বলেন, ‘‘আমাদের মাঠ তৈরি আছে। কোনও অসুবিধা নেই ম্যাচ করতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন