গোয়াকে কটাক্ষ করল ফেডারেশন

আই লিগ খেলতে অনিচ্ছুক সালগাওকর এবং স্পোর্টিং ক্লুবকে বোঝাতে গোয়া যাচ্ছেন ফেডারেশন সচিব কুশল দাস। জুলাইয়ের প্রথম দিন। কিন্তু তার আগে দিল্লি থেকে ফোনে তিনি এও বললেন, ‘‘গোয়ার ক্লাব খেলুক, না খেলুক, আই লিগ হবেই। নয় বা দশ দল খেলবে সেই লিগে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০৩:৩৩
Share:

আই লিগ খেলতে অনিচ্ছুক সালগাওকর এবং স্পোর্টিং ক্লুবকে বোঝাতে গোয়া যাচ্ছেন ফেডারেশন সচিব কুশল দাস। জুলাইয়ের প্রথম দিন। কিন্তু তার আগে দিল্লি থেকে ফোনে তিনি এও বললেন, ‘‘গোয়ার ক্লাব খেলুক, না খেলুক, আই লিগ হবেই। নয় বা দশ দল খেলবে সেই লিগে।’’

Advertisement

গোয়ার দুই ক্লাব সালগাওকর এবং স্পোর্টিং ক্লুব ইতিমধ্যেই আই লিগ থেকে নাম তুলে নিয়েছে। ডেম্পোও কার্যত আই লিগ না খেলার পক্ষে। এই পরিস্থিতিতে নয়-দশটা ক্লাব ফেডারেশন পাবে কোথায়? তার হিসেব অবশ্য আপাতত দিতে পারছেন না ফেডারেশন সচিব। তবে এত বছর আই লিগ সংগঠন করেও যে দেশের এক নম্বর টুর্নামেন্টকে ফেডারেশন মাত্র দু’বছর বয়সি আইএসএলের সমান জনপ্রিয় করতে পারেনি সেটা স্বীকার করে নিয়েছেন কুশল। ‘‘আই লিগ বিক্রি হচ্ছিল না। আইএসএল বিক্রি হচ্ছে। অর্থ এবং জনপ্রিয়তা দুটোই পাওয়া যাচ্ছে। তাই আইএসএলকে আমরা এক নম্বর টুর্নামেন্ট করছি।’’ কুশলের এই মন্তব্য অবশ্য হাস্যকর। কারণ আই লিগ বিক্রি করার দায়িত্ব তো ছিল ফেডারেশনেরই।

উল্টে দেশ জুড়ে গোয়ার টিম তুলে নেওয়া নিয়ে যখন ফেডারেশনের বিরুদ্ধে সমালোচনার ঢেউ তখন ঘুরিয়ে স্পোর্টিং ক্লুব-সালগাওকরকে কটাক্ষ করছেন কুশল। বলেন ‘‘এই বিষয়ে যদি কেউ আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেয়, তা হলে বলতে হয় তাদের বুদ্ধি নেই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন